কলকাতা চিত্রগৃহ

প্রথম পাতা > কলকাতা চিত্রগৃহ
বড় পর্দায় ছবি দেখার উত্তেজনার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। পর্দায় নায়কের প্রবেশ সঙ্গে সঙ্গেই যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে থাকে উত্তেজনা। নায়কের হাতে ভিলেনের পরাজয়, সমবেত উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। আবেগঘন দৃশ্যের পর চোখের কোণ থেকে একফোঁটা জল চট করে মুছে নেওয়া বা নায়িকার নাচের তালে তালে পা ঠোকা, সবই দেখেছে কলকাতার বড় পর্দা। সময়ের অলিন্দ বেয়ে পিছু হেঁটে বিএফএ  তুলে এনেছে কলকাতার সিনেমা হলের অতীত আর বর্তমান খণ্ডচিত্র।
বাংলা বর্ণানুক্রমিক তালিকা