চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
উজ্জ্বলা

উজ্জ্বলা


ঠিকানা: ১৪ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড। কলকাতা ২৬

শুভারম্ভ: ১২.১.১৯৪৬

প্রদর্শিত প্রথম ছবি: দ্য বেদিং বিউটি

এখন: ভেঙে শপিং মল হয়েছে

উজ্জ্বলা সিনেমা হল তৈরির সঙ্গে জড়িয়ে আছে মুরলীধর চট্টোপাধ্যায়ের নাম। তিনি ওরিয়েন্ট সিনেমারও প্রতিষ্ঠাতা ছিলেন। পরে উজ্জ্বলার মালিকানা যায় প্রযোজক-পরিবেশক দীপচাঁদ কাংকারিয়ার হাতে।

পুনশ্চ

উজ্জ্বলা সিনেমারই গায়ে লাগোয়া ছিল বিখ্যাত চানাচুরের দোকান। তারও নাম উজ্জ্বলা চানাচুর। এখনও সেই নামই আছে। দোকান সরে এসেছে অন্য ফুটপাথে।

উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)

পথে হল দেরি (১৯৫৭), সাগর সঙ্গমে (১৯৫৯)

আরও উজ্জ্বলা ছবি