ঠিকানা: ১৪ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড। কলকাতা ২৬
শুভারম্ভ: ১২.১.১৯৪৬
প্রদর্শিত প্রথম ছবি: দ্য বেদিং বিউটি
এখন: ভেঙে শপিং মল হয়েছে
উজ্জ্বলা সিনেমা হল তৈরির সঙ্গে জড়িয়ে আছে মুরলীধর চট্টোপাধ্যায়ের নাম। তিনি ওরিয়েন্ট সিনেমারও প্রতিষ্ঠাতা ছিলেন। পরে উজ্জ্বলার মালিকানা যায় প্রযোজক-পরিবেশক দীপচাঁদ কাংকারিয়ার হাতে।
পুনশ্চ
উজ্জ্বলা সিনেমারই গায়ে লাগোয়া ছিল বিখ্যাত চানাচুরের দোকান। তারও নাম উজ্জ্বলা চানাচুর। এখনও সেই নামই আছে। দোকান সরে এসেছে অন্য ফুটপাথে।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
এই তো জীবন, পথের সাথী, তুমি আর আমি, চন্দ্রশেখর, পরভৃতিকা, রামপ্রসাদ, রায়চৌধুরী, স্বপ্ন ও সাধনা, তপোভঙ্গ, অনির্ব্বাণ, অরক্ষণীয়া, বাঁকা লেখা, চলার পথে, মহাকাল, পূরবী, শ্যামলের স্বপ্ন, আভিজাত্য, কবি, কর্ম্মফল, সমর্পণ, সঙ্কল্প, বৈকুণ্ঠের উইল, বাণপ্রস্থ, দু' ধারা, ইন্দ্রনাথ, কাঁকনতলা লাইট রেলওয়ে, সহদোর, সতী সীমন্তিনী, বিদ্যাসাগর, বাবলা, ছিন্নমূল, গাঁয়ের মেয়ে, কালসাপ, নষ্টনীড়, ওরে যাত্রী, প্রত্যাবর্ত্তন, সহযাত্রী, আঁধি, বসু পরিবার, ভিন দেশের মেয়ে, বিশ্বামিত্র, জবানবন্দী, কার পাপে?, কৃষ্ণকান্তের উইল, নতুন পাঠশালা, প্রহ্লাদ, সঞ্জীবনী, শ্যামলী, স্বপ্ন ও সমাধি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, বউঠাকুরাণীর হাট, চিকিৎসা সংকট, হরিলক্ষ্মী, ঝকমারি, লাখ টাকা, মায়াকানন, নতুন ইহুদী, সবুজ পাহাড়, সাড়ে চুয়াত্তর, সীতার পাতাল প্রবেশ, অগ্নিপরীক্ষা, অঙ্কুশ, যদুভট্ট, জাগৃহি, কল্যাণী, ওরা থাকে ওধারে, সদানন্দের মেলা, অনুপমা, ভালবাসা, বীর হাম্বীর, চিত্রাঙ্গদা, ঝড়ের পরে, কালো বৌ, পরিশোধ, প্রশ্ন, রিক্সাওয়ালা, সবার উপরে, ফল্গু, গোবিন্দদাস, নবজন্ম, নাগরদোলা, রাজপথ, সাধনা, সিঁথির সিঁদুর, ত্রিযামা, আমি বড় হবো, গড়ের মাঠ, ঘুম, হরিশ্চন্দ্র, যাত্রা হলো সুরু, মমতা, পথে হ'ল দেরী, রাত্রিশেষে, সন্ধান, সুরের পরশে, ডাকহরকরা, শিকার, সোনার কাঠি, শ্রীশ্রী তারকেশ্বর, তানসেন, অভিশাপ, হেডমাস্টার, কিছুক্ষণ, লালু ভুলু, মাহুত বন্ধু রে, সাগর সঙ্গমে, শুভ বিবাহ, অজানা কাহিনী, অপরাধ, বিয়ের খাতা, দুই বেচারা, খোকাবাবুর প্রত্যাবর্তন, কোন এক দিন, কুহক, সখের চোর, সুরের পিয়াসী, অগ্নি সংস্কার, আহ্বান, ইংগিত, কানামাছি, কঠিন মায়া, মানিক, মিথুন লগ্ন, পঙ্কতিলক, অগ্নিশিখা, বন্ধন, কান্না, নবদিগন্ত, শাস্তি, শেষ চিহ্ন, শুভদৃষ্টি, সূর্যস্নান, অবশেষে, আকাশপ্রদীপ, কাঞ্চন-কন্যা, উত্তরায়ণ, গোধূলিবেলায়, কষ্টিপাথর, লাল পাথর, মহাতীর্থ কালীঘাট, নতুন তীর্থ, অন্তরাল, ভারতের সাধক, দিনান্তের আলো, ঘুম ভাঙার গান, ও কে?, সূর্যতপা, তাপসী, গৃহ সন্ধানে, হারানো প্রেম, রাজদ্রোহী, শঙ্খবেলা, শেষ তিন দিন, ৮০তে আসিও না, জীবনমৃত্যু, মহাশ্বেতা, মিস প্রিয়ম্বদা, পান্না, সেবা, চৌরঙ্গী, কখনো মেঘ, পরিশোধ, পথে হল দেখা, অগ্নিযুগের কাহিনী, অপরিচিত, বিবাহ বিভ্রাট, দাদু, বিরাজ বৌ, জবান, জনতার আদালত, জীবন সৈকতে, মেমসাহেব, অগ্নিভ্রমর, বসন্তবিলাপ, বিন্দুর ছেলে, দুরন্ত জয়, এপার ওপার, কায়াহীনের কাহিনী, নতুন দিনের আলো, রাতের রজনীগন্ধা, অমানুষ, অসতী, দাবী, কাজললতা, নতুন সূর্য, নিশিমৃগয়া, পালঙ্ক, উমনো ও ঝুমনো, অপরাজিতা, অর্জুন, চাঁদের কাছাকাছি, হংসরাজ, মোমবাতি, নন্দিতা, শঙ্খবিষ, সুদূর নীহারিকা, বেহুলা লখীন্দর, হাতে রইল তিন, নয়ন, প্রতিমা, রামের সুমতি, সিস্টার, বারবধূ, সাত ভাই চম্পা, সৃষ্টিছাড়া, তুষারতীর্থ অমরনাথ, টুসি, চিরন্তন, দেবদাস, ডুব দে মন কালী বলে, লাট্টু, সবুজ দ্বীপের রাজা, বাঞ্ছারামের বাগান, দক্ষযজ্ঞ, দর্পচূর্ণ, জয় মা মঙ্গলচণ্ডী, পাকা দেখা, অনুসন্ধান, পাহাড়ী ফুল, আদালত ও একটি মেয়ে, অমৃতকুম্ভের সন্ধানে, ফয়সালা, ইমন কল্যাণ, প্রতীক্ষা, বালক শিবাজী (ডাব্ড), দুটি পাতা, নিশিভোর, অভিষেক, মা, প্রার্থনা, শত্রু, অন্তরালে, অনুরাধা, পথভোলা, প্রেম বন্ধন, প্রতিভা, রাজপুরুষ, দেবীবরণ, দেনা পাওনা, আমার তুমি, আমানত, অন্তর্জলী যাত্রা, নতুন সূর্য, আলিঙ্গন, ভাগ্যলিপি, ঘরের বউ, কয়েদী, মন্দিরা, আনন্দ, ন্যায়চক্র, প্রশ্ন, ঘর সংসার, আমি ও মা, বিশ্বাস অবিশ্বাস, সখী তুমি কার?, ত্রিধারা, দানব, প্রেম জোয়ারে, মনের মত মন, শুধু একবার বলো, রাঙাবউ