স্টুডিও
প্রথম পাতা > স্টুডিও
দুঃখের বিষয়,বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের মাত্র পাঁচটি স্টুডিয়ো আজও জীবিত আছে। বিএফএ-র তরফ থেকে আমরা সেই সব স্টুডিওর বিবরণ লিপিবদ্ধ করেছি, এক সময় যাদের অবস্থান ছিল এই শহরের বিভিন্ন প্রান্তে, যাদের জন্যই কলকাতা এক সময় বড়ো শুটিংয়ের জায়গা হয়ে উঠেছিল এমনকি হিন্দি তামিল এবং তেলেগু সিনেমারও। অতিমারি যখন প্রবল আকার ধারণ করেছে ,সেই সময়ই আমরা ঘুরে ঘুরে সংগ্রহ করেছি কয়েকটি লুপ্ত স্টুডিয়োর খন্ড ইতিহাস। এই কাজ এখনো চলছে।