তখন আর এখন

একটি সিনেমা মুক্তি পাওয়ার অনেক পরে তার শ্যুটিং সেটে ফিরে গেলে কেমন লাগে, বিষণ্ণ? স্মৃতিকাতর? রোমাঞ্চিত? প্রখ্যাত বাংলা ছবির শ্যুটিংয়ের জায়গা ফিরে দেখলে এই রকম অনেক অনুভূতিই মিলেমিশে যায়। কিছু কিছু জায়গা তো এতটাই বদলে গেছে যে চেনাই যায় না। কোনওটা আবার তা নয়। এই সিনে-ট্যুরে বিএফএ খুঁজে দেখতে চেয়েছে জায়গাগুলো কতটা বদলেছে।

ক্লিক করে দেখুন তো কিছু বদলায় কি না
পথের পাঁচালী (১৯৫৫)
শুটিং লোকেশন: বোড়াল
পথের পাঁচালী (১৯৫৫)
শুটিং লোকেশন: বোড়াল
অপরাজিত (১৯৫৬)
শুটিং লোকেশন: পটুয়াটোলা লেন ও রমানাথ মজুমদার স্ট্রিটের সংযোগস্থল
অপুর সংসার (১৯৫৯)
শুটিং লোকেশন: শিউ বক্স বগলা লেন, টালা
ক্ষণিকের অতিথি (১৯৫৯)
শুটিং লোকেশন: বালি ব্রিজ
কোমল গান্ধার (১৯৬১)
শুটিং লোকেশন: ভগবানগোলা, মুর্শিদাবাদ
কাঞ্চনজঙ্ঘা (১৯৬২)
শুটিং লোকেশন: দার্জিলিং ম্যাল
কাঞ্চনজঙ্ঘা (১৯৬২)
শুটিং লোকেশন: কেভেন্টার’স দার্জিলিং
চিড়িয়াখানা (১৯৬৭)
শুটিং লোকেশন: ধূর্জটি ধাম, বেলগাছিয়া
ইন্টারভিউ (১৯৭১)
শুটিং লোকেশন: জহরলাল নেহরু রোডে ব্যান্ডবক্সের দোকান