তখন আর এখন

একটি সিনেমা মুক্তি পাওয়ার অনেক পরে তার শ্যুটিং সেটে ফিরে গেলে কেমন লাগে, বিষণ্ণ? স্মৃতিকাতর? রোমাঞ্চিত? প্রখ্যাত বাংলা ছবির শ্যুটিংয়ের জায়গা ফিরে দেখলে এই রকম অনেক অনুভূতিই মিলেমিশে যায়। কিছু কিছু জায়গা তো এতটাই বদলে গেছে যে চেনাই যায় না। কোনওটা আবার তা নয়। এই সিনে-ট্যুরে বিএফএ খুঁজে দেখতে চেয়েছে জায়গাগুলো কতটা বদলেছে।
ক্লিক করে দেখুন তো কিছু বদলায় কি না