যা মনে থাকে, তা-ই বাঁচে। যা সংরক্ষিত হয়, তা-ই থাকে। চলচ্চিত্র সম্পর্কে আমাদের আগ্রহ ভালোবাসা এবং স্মৃতিকাতরতা সত্ত্বেও গত শতক থেকে বাংলা চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণের কাজটা খুব সামান্যই হয়েছে।
অতিমারী (২০২০-২১) যেন আমাদের কাছে একটা সুযোগ নিয়ে এল। চলচ্চিত্র বিষয়ে প্রবল উৎসাহী আমরা কয়েকজন স্থির করলাম এমন একটা ডিজিটাল মঞ্চ স্থাপন করা হবে যা শিল্পী এবং দর্শকদের মনে সমানভাবে অনুপ্রেরণা সঞ্চার করতে পারবে। সেই থেকেই জন্ম হল 'বেঙ্গল ফিল্ম আর্কাইভ'(বিএফএ), একটি দ্বিভাষিক ই আর্কাইভ। এই মহাফেজখানা এক অর্থে একটি চলচ্চিত্র কোষ- যেখানে পাওয়া যাবে তথ্য, ছোটখাটো ঘটনা, রম্য রচনা, সাক্ষাৎকার বা জীবনীই শুধু নয়, সঙ্গে থাকবে ইন্টারঅ্যাক্টিভ অনলাইন গেমসও।
আমাদের এই প্রাণের কাজটি এগিয়ে চলেছে। আশা করি আপনাদেরও ভাল লাগবে আমাদের তথ্যপঞ্জি, ইতিহাসের আশপাশ খুঁড়ে আমাদের তুলে আনা নানা অনুপুঙ্খ, বিএফএ-র তৈরি বিশেষ কয়েকটি স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র আর অনলাইন গেমস। আমরা আশা করি আপনাদের মধ্যে যিনি কোনও তথ্য এই সংগ্রহশালায় অন্তর্ভুক্ত করা জরুরি মনে করবেন, তিনি সেটি আমাদের যুগিয়ে সাহায্য করবেন।
আমরা বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই রঞ্জন বন্দ্যোপাধ্যায়, কামাক্ষী ভি এবং শাশ্বতী বিশ্বাসকে, যাঁরা স্বেচ্ছায় বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।
বিএফএ-র যে সমস্ত সুহৃদের সাহায্য না পেলে এই সংগ্রহ গড়ে তোলা সম্ভব হত না, তাঁরা হলেন মাধবী মুখোপাধ্যায়, নির্মল কুমার, গৌতম ঘোষ, সুগত গুহ, সঞ্জিত চৌধুরী, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, অতনু ঘোষ, সোহেল শাহরিয়ার রানা, দেবজ্যোতি মিশ্র, সুপ্রিয় সেন, দিব্যেন্দু মুখার্জি, উজ্জয়িনী মুখোপাধ্যায়, সন্দীপ লাল, দেবলীনা বন্দ্যোপাধ্যায়, সায়নদেব চৌধুরী, মধুরিমা দত্ত চৌধুরী, অমিতাভ চট্টোপাধ্যায়, সুপ্রতিম ভোল, অঞ্জন বসু, সৌরভ ষড়ঙ্গী, বিজয় চৌধুরী, গীতি সেহগাল, শাওলি মুখোপাধ্যায়, প্রবাল কুমার বসু, বিজিত মুখোপাধ্যায়, দেবব্রত চক্রবর্তী, মিমি ভট্টাচার্য, অমিতাভ বরাট, সুরজিৎ বসাক, অমরজিৎ ঘোষ, বেদব্রত পাইন, অলকানন্দা দাশগুপ্ত, সজল দত্ত, উজ্জ্বল কবীর হিমু, গৌর মল্লিক, গৌতম বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বসু, সৌরভ পাত্র, গৌর কর্মকার, সৌরভ পাত্র, শায়েরী দাস, পূজা বণিক, শুভ্র সরকার, অপরাজিতা সেনগুপ্ত, দীপাঞ্জনা সরকার, ইন্দ্রায়ুধ মজুমদার, সুনয়না বসু মল্লিক, অঞ্জন বসু, অরিন্দম দাশগুপ্ত, স্নেহাশিস পাত্র, সিদ্ধার্থ দত্ত এবং নাম প্রকাশে অনিচ্ছুক অজস্র সংগ্রাহক। সকলকে আমরা ধন্যবাদ জানাই। ওঁরাই আমাদের নিস্তরঙ্গ দৈনন্দিনতা থেকে মুক্ত করে চলচ্চিত্রজগতের অবিনশ্বর রহস্যরোমাঞ্চে অবগাহনের সুযোগ করে দিলেন।