তথ্যচিত্র

প্রথম পাতা > তথ্যচিত্র

তথ্যচিত্র বাদ দিলে বাংলা চলচ্চিত্রের ইতিহাস বিষয়ে কোন সংগ্রহশালা সম্পূর্ণ হতে পারে না। তথ্যচিত্র কাকে বলে? তা কি শুধুই বাস্তবকে নথিবদ্ধ করার উদ্দেশ্যে তৈরি কাহিনিহীন চলচ্চিত্র? নাকি আমেরিকান চলচ্চিত্রসমালোচক পারে লোরেনজ যেমন বলেছেন,'তথ্যমূলক ছবি যা (একই সঙ্গে) নাটকীয়।' কিন্তু নাটকীয় মানে কী? শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন স্কটিশ চলচ্চিত্র-পরিচালক জন গ্রিয়ারসন,রবার্ট ফ্লাহার্টির মোয়ানা (১৯২৬) চলচ্চিত্র প্রসঙ্গে আলোচনায়। তিনি শব্দটিকে ব্যাখ্যা করেছিলেন ‘বাস্তবের সৃজনশীল উপস্থাপন’ বলে। তার প্রায় ২৬ বছর আগে গত শতাব্দীর গোড়ায় বাংলায় বাস্তবকে ‘ঘটনাচিত্র’ দিয়ে ধরে রাখার চেষ্টা করেছিলেন হীরালাল সেন। সেই সময় ওই ধরনের ছবি বা তার কিছু পরে অরোরা ফিল্ম করপোরেশন এবং ম্যাডান থিয়েটার যে জাতীয় ছবি তুলেছিলেন, সেগুলোকে কেউই তথ্যচিত্র বলেনি। বাংলায় বা বাংলা থেকে তৈরি তথ্যচিত্রের ইতিহাস লিখতে হলে আমাদের খুঁজে দেখতে হবে সেই সব ছবি যেখানে কাহিনিচিত্র আর তথ্যচিত্রের প্রভেদরেখা অস্পষ্ট হয়ে গেছে অথবা তাদের মাঝখানে আছে যে সব ছবি, সেগুলোও। এই বিভাগে বিএফএ সংকলন করেছে গত শতকে কাজ করেছেন অথবা করতে শুরু করেছেন এমন ৭০ জন তথ্যচিত্র-পরিচালকের জীবন-কর্ম-সমাদরের কাহিনি। তাঁদের কাজের আর অভিজ্ঞতার দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালেও বিষয় আর আঙ্গিক নিয়ে পরীক্ষা করে যাচ্ছেন কেউ কেউ। কয়েকজন বিশ্ব তথ্যচিত্রের শ্রেষ্ঠ পরিচালকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন লোভনীয় পুরস্কার।

২০২৪ সালে আমাদের এই পরিসরকে আমরা আরেকটু বাড়িয়েছি, যাতে এই শতাব্দীতে কাজ শুরু করেছেন এমন পরিচালকদের বাছাই কাজগুলোকেও অন্তর্ভুক্ত করতে পারি। ক্যামেরার নেপথ্যে যাঁরা কাজ করেন, তাঁদের কর্মকুশলতার কথা সকলের কাছে পৌঁছে দেওয়ার অদম্য তাগিদে আমরা সেই যন্ত্র-কুশীলবদের  চরিতমালাও প্রকাশ করছি, যাঁদের ছাড়া এই শতকের তথ্যচিত্রগুলি এতটা চিত্তাকর্ষক হতে পারত না।