ঠিকানা: ১৯ জহরলাল নেহরু রোড। কলকাতা ১৩
এখন: ভেঙে শপিং মল হয়েছে
আগের নাম : পিকচার হাউস, প্লাজা
এই সিনেমা হলের সঙ্গে জড়িয়ে আছে ডুক্যাসি নামে এক সাহেবের নাম। সিনেমা দেখিয়ে বেড়ানোই ছিল তাঁর পেশা। প্রথমে তিনি ছবি দেখাতেন বিজু থিয়েটারে, পরে যেটা রিগাল সিনেমা হল। তার পর তিনি চলে চৌরঙ্গীর একটি বাড়িতে। এই বাড়িই তাঁর ছবির সুবাদে ক্রমে পিকচার হাউস সিনেমা হল হয়ে উঠল। পরে এর নাম হয় টাইগার। শেষের দিকে অর্থাত আশির দশকের শেষ দিকে এখানে মূলত এ মার্কা ছবিই চলত। হলে ঢোকার জায়গাটা ছিল সরু। হলের সঙ্গে একটি পানশালা এবং একটি ধূমপান এলাকা ছিল। নব্বই দশকের গোড়ায় রিয়েলটর বি কে শেঠি হলটি অধিগ্রহণ করেন। এখন সেখানে একটি রিটেল চেন আছে। শেঠি জ্যোতি, নিউ সিনেমাও অধিগ্রহণ করেছেন।
পুনশ্চ
টাইগার র্যাগ নামে ১৯১৮ সালের একটি জ্যাজ গানের সুর ছবি শুরুর আগে এই সিনেমা হলের সিগনেচার টিউন হিসেবে বাজানো হত।