ঠিকানা: ১১, হারশী স্ট্রিট। রাজাবাজার, কলকাতা ৯
রাজাবাজারের এই হল যাত্রা শুরু করেছিল গত শতকের তিরিশের দশকের মাঝামাঝি। শোলে (১৯৭৫) এখানে ৫০ সপ্তাহ চলেছিল। কুলি (১৯৮৩) এবং দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (১৯৯৫) চলেছিল ১৫ সপ্তাহ। জল্লাদ (১৯৯৫) মুক্তির সময় মিঠুন চক্রবর্তী এখানে এসেছিলেন। রাজা হিন্দুস্তানি (১৯৯৬) প্রথম দু'সপ্তাহ টানা হাউসফুল ছিল। ১২ সপ্তাহ চলেছিল ছবিটা। প্রথম টিকিটটা কেটেছিলেন শফিকুল আলম শাহবাজ। ওঁর পিতামহই এই হলের প্রতিষ্ঠাতা। এই শতকে ক্রমশ অবস্থা খারাপ হতে লাগল হলের। বিক্রি এত কমে গেল যে কর্মী সংখ্যা ৪০ থেকে নামিয়ে আনতে হল ছয়ে। তাতেও হল না শেষরক্ষা। ৩১ ডিসেম্বর, ২০১৫ ঝাঁপ ফেলল এই হল।
পুনশ্চ
শাবাজের বন্ধুরা চেয়েছিলেন শেষ শো-এর পরে নববর্ষের পার্টি এই হলেই হোক। ভারাক্রান্ত শাবাজ রাজি হতে পারেননি। ভোজপুরী ছবিটি দেখতে সেদিন হাজির সাকুল্যে জনা ৪০ দর্শক। ছবি শেষে সকলে বেরিয়ে যাচ্ছেন, সেই ভিডিওটা তুলে রেখেছেন শাবাজ।