ঠিকানা: ৭৬/৩ বিধান সরণি, কলকাতা ৬
শুভারম্ভ: ১৯.১২.১৯৩২
প্রদর্শিত প্রথম ছবি: বেঙ্গল ১৯৮৩
এখন: বন্ধ
রূপবাণী সিনেমা হলের নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুরের করা। হলের উদ্বোধনও রবীন্দ্রনাথেরই করা। তবে ছবি সেদিন দেখানো হয়নি। পরের সপ্তাহ থেকে ছবি দেখানো শুরু হয়। উত্তর কলকাতার বিখ্যাত ব্যবসায়ী পরিবার নানেদের তৈরি এটাই প্রথম হল। শোভাবাজার রাজাদের জমি লিজ নিয়ে এই প্রেক্ষাগৃহ গড়ে তোলা হয়। সংস্থার নাম স্ক্রিন কর্পোরেশন লিমিটেড। এর সদস্য ছিলেন বই সি নান ব্রাদার্সের সুধীরচন্দ্র নান, প্রভাসচন্দ্র নান, প্রকাশ্চন্দ্র নান, প্যারিস কোলাপসিবল গেট কোম্পানির রবীন্দ্রনাথ দত্ত এবং ন্যাশনাল ডাই অ্যান্ড ওয়াটারপ্রুফ ওয়ার্কসের মনোরঞ্জন ঘোষ। ১৯৩৮ সালে এটি প্রাইভেট লিমিটেড হলে সংস্থার ভার নেন প্রকাশচন্দ্র নান। পরে তাঁদেরই তৈরি আরও দু'টি হল নিয়ে গড়ে উঠল রূপবাণী-অরুণা-ভারতী চেন।
পুনশ্চ
বেথুন রো-তে নান পরিবারের বাসভবনের নামও রূপবাণী।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
হারানো সুর (১৯৫৭), অপুর সংসার (১৯৫৯), চাওয়া পাওয়া (১৯৫৯), গলি থেকে রাজপথ (১৯৫৯), তিন কন্যা (১৯৬১), কাঞ্চনজঙ্ঘা (১৯৬২), কাঁচের স্বর্গ (১৯৬২), ভ্রান্তিবিলাস (১৯৬৩), উত্তর ফাল্গুনী (১৯৬৩), জতুগৃহ (১৯৬৪), থানা থেকে আসছি (১৯৬৫), গল্প হলেও সত্যি (১৯৬৬), অ্যান্টনি ফিরিঙ্গী (১৯৬৭), গৃহদাহ (১৯৬৭)