চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
রূপালী

রূপালী


ঠিকানা: ৪৫বি আশুতোষ মুখার্জী রোড। কলকাতা ২৫

শুভারম্ভ: ১৯২২

এখন: ভাঙা পড়েছে

আগের নাম : এম্প্রেস থিয়েটার, সুকল্যাণী

এম্প্রেস থিয়েটার নিয়েছিল ম্যাডানরা। তবে মঞ্চ কবে তৈরি, তা নিশ্চিত জানা যায় না। ১৯২৮ সালে এখানে দুর্গেশনন্দিনী দেখানো হয়। ম্যাডানদের ছবি তার পর থেকে নিয়মিতই দেখানো হত। ১৯৩৫ সালে এই হল হাতবদল হয়ে সুকল্যাণী নামে পরিচিত হয়। তারও পরে নাম হয় রূপালী।

উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)

অঞ্জনগড়, বীরেশ লাহিড়ী

আরও রূপালী ছবি