চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
স্টার

স্টার


ঠিকানা: ৭৯/৩/৪, বিধান সরণি। কলকাতা ৬

এখন: চলছে

হাতিবাগানের স্টার থিয়েটার নির্মিত হয়েছিল ১৮৮৮ সালে। আরও নির্দিষ্ট করে বললে ১৮৮৭ সালের ডিসেম্বরে।  বিডন স্ট্রিটের স্টার তখন অন্য মালিকের হাতে, অন্য নামে। গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, অমৃতলাল মিত্র আর দাশরথি রায় বিডন স্ট্রিট ছেড়ে এসে  ১২৭ কর্নওয়ালিস স্ট্রিটে (বর্তমানে বিধান সরণি) গড়ে তুললেন নতুন স্টার। ১৮৮৮ সালের মে মাসে সেখানে প্রথম অভিনীত হয় নাটক, নসীরাম।১৯৯১ সালে পঞ্চমীর রাতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায় অভিনীত নাটক চলাকালীন স্টার থিয়েটারে আগুন লেগেছিল। হলটি তার পর দীর্ঘ দিন বন্ধ ছিল। পুনরুজ্জীবনের পরে থিয়েটারের সাবেকি বাহ্যিক কাঠামো এক রেখে অন্দরসজ্জার আধুনিকীকরণ করা হয়। বর্তমানে এটি প্রাথমিক ভাবে একটি সিনেমা হল হয়ে উঠেছে; সেই সঙ্গে প্রতি মাসে প্রায় দুই দিন নাটক মঞ্চস্থ হয়। এর মধ্যে প্রিয়া এন্টারটেনমেন্টের অরিজিৎ দত্ত থিয়েটারটি লিজ নিয়ে চালাতেন। বর্তমানে স্টার চালানোর লিজ জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে রয়েছে। মহামারী চলাকালীন বন্ধ থাকার পরে জয়দীপ স্টার পুনরায় চালু করেছেন।এখন এই প্রেক্ষাগৃহের নাম হতে চলেছে বিনোদিনী থিয়েটার। 

আরও স্টার ছবি