চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: ১৩৮ বিধান সরণি কলকাতা ৬
শুভারম্ভ: ২১.৮.১৯৩৫ (উত্তরা)
প্রদর্শিত প্রথম ছবি: মহাশক্তি
এখন: ভেঙে শপিং মল হয়েছে
আগের নাম : ক্রাউন থিয়েটার
হাতিবাগানে শ্রী-উত্তরা ইত্যাদি সিনেমা হল যেখানে গড়ে উঠেছিল, সেটা আগে ছিল একটা মাঠ। লোকে বলত, হেগোডাঙার মাঠ। পরে সেখানে সার্কাসের তাঁবু পড়া শুরু হয়। ম্যাডান কোম্পানিও দেখাদেখি তাঁবু ফেলে সিনেমা দেখানো শুরু করে। সেই তাঁবুরই একটি হয় কর্নওয়ালিস থিয়েটার, পরে শ্রী। অন্যটি হল ক্রাউন। যা পরে উত্তরা সিনেমা নামে পরিচিত হয়। উত্তরা-পূরবী-উজ্জ্বলা এক সময় বাংলা ছবির নির্ভরযোগ্য চেন হয়ে ওঠে।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
পথে হল দেরি (১৯৫৭), সাগর সঙ্গমে (১৯৫৯)