চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
উত্তরা

উত্তরা


ঠিকানা: ১৩৮ বিধান সরণি কলকাতা ৬

শুভারম্ভ: ২১.৮.১৯৩৫ (উত্তরা)

প্রদর্শিত প্রথম ছবি: মহাশক্তি

এখন: ভেঙে শপিং মল হয়েছে

আগের নাম : ক্রাউন থিয়েটার

হাতিবাগানে শ্রী-উত্তরা ইত্যাদি সিনেমা হল যেখানে গড়ে উঠেছিল, সেটা আগে ছিল একটা মাঠ। লোকে বলত, হেগোডাঙার মাঠ। পরে সেখানে সার্কাসের তাঁবু পড়া শুরু হয়। ম্যাডান কোম্পানিও দেখাদেখি তাঁবু ফেলে সিনেমা দেখানো শুরু করে। সেই তাঁবুরই একটি হয় কর্নওয়ালিস থিয়েটার, পরে শ্রী। অন্যটি হল ক্রাউন। যা পরে উত্তরা সিনেমা নামে পরিচিত হয়। উত্তরা-পূরবী-উজ্জ্বলা এক সময় বাংলা ছবির নির্ভরযোগ্য চেন হয়ে ওঠে।

উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)

বিদ্যাসুন্দর, মন্ত্র শক্তি, মণিকাঞ্চন পার্ট ২ (ছোট), প্রফুল্ল, অন্নপূর্ণার মন্দির, বাঙ্গালী, বেজায় রগড় (ছোট), কাল পরিণয়, পল্লীবধূ (ছোট), সোনার সংসার, ভোট ভণ্ডুল (ছোট), বাসন্তী পূর্ণিমা (ছোট), ছিন্ন হার, কচি সংসদ, মালাবদল (ছোট), মুক্তিস্নান, অভিসারিকা (ছোট), বেকার নাশন, দেবী ফুল্লরা, খনা, সর্ব্বজনীন বিবাহোৎসব, চাণক্য, যখের ধন, পরান পণ্ডিত (ছোট), পরশমণি, পথিক, পথভুলে, শাপমুক্তি, স্বামী-স্ত্রী, অবাক কাণ্ড (ছোট), মায়ের প্রাণ, নিমাই সন্ন্যাস, রাজনর্ত্তকী, শ্রীরাধা, উত্তরায়ণ, ভীষ্ম, জীবন সঙ্গিনী, মহাকবি কালিদাস, পাষাণ দেবতা, যোগাযোগ, জজ-সাহেবের নাত্‌নী, স্বামীর ঘর, ছদ্মবেশী, মাটির ঘর, প্রতিকার, সন্ধ্যা, কত দূর, মানে না মানা, পথ বেঁধে দিল, নতুন বৌ, সাত নম্বর বাড়ী, তুমি আর আমি, চন্দ্রশেখর, মুক্তির বন্ধন, রায়চৌধুরী, শৃঙ্খল, স্বপ্ন ও সাধনা, তপোভঙ্গ, অনির্ব্বাণ, বঞ্চিতা, বাঁকা লেখা, দেবদূত, পূরবী, আভিজাত্য, বিদুষী-ভার্য্যা, কবি, সঙ্কল্প, বাণপ্রস্থ, ইন্দ্রনাথ, কঙ্কাল, কৃষাণ, সহদোর, বিদ্যাসাগর, বাবলা, ছিন্নমূল, গাঁয়ের মেয়ে, কালসাপ, নষ্টনীড়, ওরে যাত্রী, প্রত্যাবর্ত্তন, সহযাত্রী, আঁধি, বসু পরিবার, বিশ্বামিত্র, হানাবাড়ি, কার পাপে?, কৃষ্ণকান্তের উইল, নতুন পাঠশালা, প্রহ্লাদ, সঞ্জীবনী, শ্যামলী, স্বপ্ন ও সমাধি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, বউঠাকুরাণীর হাট, চিকিৎসা সংকট, হরিলক্ষ্মী, ঝকমারি, লাখ টাকা, মায়াকানন, নতুন ইহুদী, সবুজ পাহাড়, সাড়ে চুয়াত্তর, সীতার পাতাল প্রবেশ, অগ্নিপরীক্ষা, অঙ্কুশ, যদুভট্ট, জাগৃহি, কল্যাণী, ওরা থাকে ওধারে, সদানন্দের মেলা, সতী বেহুলা, অনুপমা, ভালবাসা, বীর হাম্বীর, চিত্রাঙ্গদা, ঝড়ের পরে, কালো বৌ, পরিশোধ, প্রশ্ন, প্রতীক্ষা, রিক্সাওয়ালা, সবার উপরে, চিরকুমার সভা, ফল্গু, গোবিন্দদাস, নবজন্ম, নাগরদোলা, রাজপথ, সাধনা, সিঁথির সিঁদুর, ত্রিযামা, আমি বড় হবো, গড়ের মাঠ, ঘুম, যাত্রা হলো সুরু, মমতা, পথে হ'ল দেরী, রাত্রিশেষে, সন্ধান, সুরের পরশে, ডাকহরকরা, শিকার, সোনার কাঠি, শ্রীশ্রী তারকেশ্বর, তানসেন, অভিশাপ, হেডমাস্টার, কিছুক্ষণ, লালু ভুলু, মাহুত বন্ধু রে, সাগর সঙ্গমে, শুভ বিবাহ, অজানা কাহিনী, অপরাধ, বিয়ের খাতা, দুই বেচারা, খোকাবাবুর প্রত্যাবর্তন, কোন এক দিন, কুহক, সখের চোর, সুরের পিয়াসী, অগ্নি সংস্কার, আহ্বান, ইংগিত, কানামাছি, কঠিন মায়া, মানিক, মিথুন লগ্ন, পঙ্কতিলক, অগ্নিশিখা, বন্ধন, কান্না, নবদিগন্ত, শাস্তি, শেষ চিহ্ন, শুভদৃষ্টি, সূর্যস্নান, অবশেষে, আকাশপ্রদীপ, বাদশা, বর্ণচোরা, কাঞ্চন-কন্যা, উত্তরায়ণ, গোধূলিবেলায়, কাঞ্চনরঙ্গ, কষ্টিপাথর, লাল পাথর, নতুন তীর্থ, অন্তরাল, ভারতের সাধক, দিনান্তের আলো, ঘুম ভাঙার গান, ও কে?, সূর্যতপা, তাপসী, গৃহ সন্ধানে, হারানো প্রেম, রাজদ্রোহী, শঙ্খবেলা, শেষ তিন দিন, ৮০তে আসিও না, জীবনমৃত্যু, মহাশ্বেতা, মিস প্রিয়ম্বদা, পান্না, সেবা, চৌরঙ্গী, কখনো মেঘ, পরিশোধ, পথে হল দেখা, অগ্নিযুগের কাহিনী, অপরিচিত, বিবাহ বিভ্রাট, দাদু, বিরাজ বৌ, জবান, জনতার আদালত, জীবন সৈকতে, মেমসাহেব, অগ্নিভ্রমর, বসন্তবিলাপ, বিন্দুর ছেলে, দুরন্ত জয়, এপার ওপার, কায়াহীনের কাহিনী, নতুন দিনের আলো, রাতের রজনীগন্ধা, অমানুষ, অসতী, জীবন রহস্য, সাধু যুধিষ্ঠিরের কড়চা, কাজললতা, নতুন সূর্য, নিশিমৃগয়া, পালঙ্ক, উমনো ও ঝুমনো, অপরাজিতা, অর্জুন, চাঁদের কাছাকাছি, হংসরাজ, মোমবাতি, নন্দিতা, নিধিরাম সর্দ্দার, শঙ্খবিষ, সুদূর নীহারিকা, বেহুলা লখীন্দর, হাতে রইল তিন, নয়ন, প্রতিমা, রামের সুমতি, সিস্টার, বারবধূ, ৺মা ছিন্নমস্তা, প্রণয়পাশা, সাত ভাই চম্পা, সৃষ্টিছাড়া, তুষারতীর্থ অমরনাথ, টুসি, চিরন্তন, দেবদাস, ডুব দে মন কালী বলে, লাট্টু, সবুজ দ্বীপের রাজা, বাঞ্ছারামের বাগান, বাঁশরী, দক্ষযজ্ঞ, দর্পচূর্ণ, জয় মা মঙ্গলচণ্ডী, পাকা দেখা, অনুসন্ধান, পাহাড়ী ফুল, আদালত ও একটি মেয়ে, অমৃতকুম্ভের সন্ধানে, ফয়সালা, ইমন কল্যাণ, প্রতীক্ষা, অগ্রদানী, বালক শিবাজী (ডাব্‌ড), দুটি পাতা, নিশিভোর, অভিষেক, মা, প্রার্থনা, অন্তরালে, যোগ বিয়োগ, অনুরাধা, পথভোলা, প্রতিভা, রাজপুরুষ, দীপশিখা, আক্রোশ, অন্তর্জলী যাত্রা, আলিঙ্গন, বলিদান, জোয়ারভাঁটা, পাপী, আনন্দ, নবাব, মা, পেন্নাম কোলকাতা, পুরুষোত্তম, রক্তেলেখা, শয়তান, ঘর সংসার, পৃথিবীর শেষ স্টেশন, তোমার রক্তে আমার সোহাগ, আমি ও মা, বিশ্বাস অবিশ্বাস, লাল পান বিবি, মহাভারতী, প্রত্য়াঘাত, শুধু আশা, কেঁচো খুঁড়তে কেউটে, সখী তুমি কার?, ত্রিধারা, বৌঠান, দানব, লবকুশ (ডাব্ড), মনের মত মন

আরও উত্তরা ছবি