চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
টকি শোহাউস

টকি শোহাউস


ঠিকানা: ১৩ এ, শিবদাস ভাদুড়ী স্ট্রিট। কলকাতা ৪

শুভারম্ভ: ১৯৩০ (শোহাউস)

প্রদর্শিত প্রথম ছবি: অ্যাক্রস টু সিঙ্গাপুর

এখন: বন্ধ

আগের নাম : শো হাউস

১৯৩০ সালে এই হল প্রতিষ্ঠা করেন মুভি প্রোডিউসার্স সংস্থার অন্যতম কর্ণধার বিমল পাল। সঙ্গে অংশীদার ছিলেন নীলমণি দে, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বঙ্কিম মুখোপাধ্যায়। চন্দ্রাবতী দেবীর স্বামী বিমল এর আগে পত্রিকা সম্পাদনা করেছেন, ছবি প্রযোজনা করেছেন। তার পর এলেন প্রেক্ষাগৃহ নির্মাণে। উদ্বোধনের সময় চিটে বেড়া দেওয়া ৬৩৪ আসনের এই প্রেক্ষাগৃহের নাম ছিল শো হাউস। ১৯৩৫ সালে এটিকে পাকা করে টকি শো হাউস হিসাবে নামকরণ করা হয়। এই থিয়েটারটিকে প্রায়ই উত্তর কলকাতার মেট্রো বলা হত। কারণ এখানে মূলত হলিউড এবং ইউরোপের জনপ্রিয় ছবি দেখানো হত। পরবর্তী কালে হিন্দি ও বাংলা সিনেমাও দেখানো শুরু হয়। ২০২০ সালের ২৩ জানুয়ারি হলটি বন্ধ হয়ে গিয়েছে। এখন এটির একতলায় একটি খেলনার দোকান রয়েছে।

পুনশ্চ

এখানে এক সময় নিয়মিত সিনেমা দেখতেন ঋত্বিক ঘটক। ফেদেরিকো ফেলিনির লা দোলচে ভিতা এখানেই দেখেছিলেন তিনি। সের্গেই আইজেনস্তাইনের ইভান দ্য টেরিবল ঋত্বিক এবং সত্যজিৎ রায় দু'জনেই এখানে দেখেন। অনুপ কুমারও আসতেন নিয়মিত।

আরও টকি শোহাউস ছবি