আদ্যিকালের টকি (১৯৩১ -১৯৪৭)
প্রথম পাতা > আদ্যিকালের টকি (১৯৩১ -১৯৪৭)
১৯৩১ সালে বাংলা ছবি সবাক হল। ‘জামাইষষ্ঠী’ দিয়ে তার সূচনা। প্রথম পূর্ণাঙ্গ কাহিনিচিত্র ‘দেনাপাওনা’। সেই আদিযুগের সবাক ছবিগুলোর মধ্যে খুব কম ছবিই আজ দেখতে পাওয়া যায়। বেশির ভাগই গেছে কালের গর্ভে তলিয়ে। সুতরাং সেই যুগকে জানতে কিছু ফটোগ্রাফ ছাড়া আর কীই বা সম্বল! ১৯৩১ থেকে ১৯৪৭ সালের কালপর্বে তৈরি কিছু ছবির কিছু স্থিরচিত্র এখানে সাজানো রইল। যেটুকু চিহ্ন রয়ে গেছে, তা যেন আর মুছে না যায়!