কলকাতার বাইরে

প্রথম পাতা > কলকাতার বাইরে
কোনওটা এখনো ভগ্নস্তূপের মতো, কোনওটা বিনাশের অপেক্ষায়। কালের গর্ভে বিলীন হয়ে যাবার আগে আমরা একবার দেখে নিই বাংলার জেলার এবং শহরতলির সেই প্রেক্ষাগৃহগুলি, যুগ যুগ ধরে যারা ফেরি করে এসেছে স্বপ্নলোকের ছবি।

আপনার এলাকার সিনেমা হলের কথা সবাইকে জানাতে চান? মোবাইলে আড়াআড়ি ছবি তুলে হলের নাম, এলাকা, আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে আমাদের মেল করুন। বিএফএ আপনার তোলা ছবি জগতের সঙ্গে ভাগ করে নেবে।

আমাদের মেল আইডি: info@bengalfilmarchive.com