তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স লাভ করার পর, শতদ্রু শিল্পের একাধিক শাখার প্রতি আকৃষ্ট হন। তবে শেষ পর্যন্ত চলচ্চিত্রই প্রথম স্থান অধিকার করে। চলচ্চিত্র সম্পর্কিত একটি কোর্স শেষ করে তিনি প্রবীণ পরিচালক রাজেন তরফদারের অন্যতম সহকারী হিসেবে যোগ দেন। শতদ্রুর তৈরি তথ্যচিত্রগুলি হল নীরব সমুদ্র, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আ পোট্রেট অফ আ সায়েন্টিস্ট, সোপান।
শতদ্রু পথ-ও-প্রাসাদ ছবিতে তরুণ মজুমদারের প্রথম সহকারী হিসেবেও কাজ করেছিলেন।