তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
বিশ্বভারতীর প্রাক্তনী হওয়ার সুবাদে শৈবাল মিত্র তাঁর 'আলমা মাত্র' নিয়ে একটি প্রজেক্ট করতে আগ্রহী ছিলেন। এভাবেই তিনি দ্য পিলগ্রিমেজের কাজ শুরু করেন। ছবিটি তৈরি করতে সময় লেগেছে ছয় বছর। শৈবাল প্রথম ব্যাচের নির্মাতাদের অন্তর্ভুক্ত যারা টেলিভিশনের জন্য সিরিজ বা সিরিয়াল তৈরি করেছিলেন। অরুণ মিত্র ও কাজী নজরুল দ্বীপ নিয়ে তথ্যচিত্রও তৈরি করেছেন তিনি।
'ধাকুদার কথা' নামে একটি তথ্যচিত্র পরিচালনা করেছেন শৈবাল। ধাকুদা ছিলেন বিপ্লবী সমাজতান্ত্রিক দলের (আরএসপি) সাংসদ ত্রিদিব চৌধুরী। চলচ্চিত্রটি আরএসপি দ্বারা কমিশন করা হয়েছিল এবং চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ এর উপস্থাপক ছিলেন।