তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

নৃপেন গঙ্গোপাধ্যায় (১৯২৭-১৯২১)

নৃপেন গঙ্গোপাধ্যায়
(১৯২৭-১৯২১)

বাংলাদেশের মাইচপাড়া গ্রামে জন্মগ্রহণ করা নৃপেন ১৯৪৩ সালে আশুতোষ কলেজে ভর্তি হন। কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। দাঙ্গার পর অনেক মুসলিম টেকনিশিয়ান কলকাতা থেকে ঢাকা চলে যান। শূন্য স্লটে নতুন নিয়োগ নেওয়া হয়। ভারত লক্ষ্মী স্টুডিওর এক ইলেকট্রিশিয়ান ল্যাবরেটরিতে শূন্যপদ খালি থাকার কথা উল্লেখ করেন। নৃপেন প্রস্তাবটা হাতে নিল। তিনি বলেন, "যদিও আমি কোনও ব...

চিত্রপঞ্জী
    • সাক্ষরতা অভিযান
    • ক্যালকাটা ক্যালকাটা
    • দার্জিলিং: এ হিমালয়ান ফ্যান্টাসি 
    • ডেস্টিনেশন ক্যালকাটা
    • বাই স্বদেশি
    • ইয়ুথ হোস্টেল
    • অনন্য অনিল
    • ডাক ও খনার বচন
    • কাজী নজরুল ইসলাম
    • ফক সংস অফ বেঙ্গল
    • মুসলিম ম্যারেজ সং
    • ভীষন যুদ্ধের পর
    • ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট
    • মৃণাল সেন: আত্মজীবনী ও চলচ্চিত্র
পুরস্কার
    টোকিও আন্তর্জাতিক ট্যুরিস্ট ফেস্টিভ্যালে সেরা ট্যুরিস্ট ফিল্মের পুরস্কার পেল দার্জিলিং: আ হিমালয়ান ফ্যান্টাসি'।
পুনশ্চ

দূরদর্শনের জন্য, নৃপেন নয়ন ছাতি, ঝানু চোর চানু, চারখানা ছবি, অন্তর্জলী, মেজদিদি, চাটুজ্জে বাঁড়ুজ্জে এবং বিন্দুর ছেলে নামে পাঁচটি টেলিফিল্ম পরিচালনা করেন। তিনি মনে রেখো মোর গানের পাশাপাশি সার কর্পোরেশন এবং রাঙ্গাজাবা আল্টার বিজ্ঞাপনচিত্রের গানের উপর ভিত্তি করে একটি ১৩-পর্বের সিরিয়াল পরিচালনা করেছিলেন।