তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
বাংলাদেশের মাইচপাড়া গ্রামে জন্মগ্রহণ করা নৃপেন ১৯৪৩ সালে আশুতোষ কলেজে ভর্তি হন। কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। দাঙ্গার পর অনেক মুসলিম টেকনিশিয়ান কলকাতা থেকে ঢাকা চলে যান। শূন্য স্লটে নতুন নিয়োগ নেওয়া হয়। ভারত লক্ষ্মী স্টুডিওর এক ইলেকট্রিশিয়ান ল্যাবরেটরিতে শূন্যপদ খালি থাকার কথা উল্লেখ করেন। নৃপেন প্রস্তাবটা হাতে নিল। তিনি বলেন, "যদিও আমি কোনও ব...
দূরদর্শনের জন্য, নৃপেন নয়ন ছাতি, ঝানু চোর চানু, চারখানা ছবি, অন্তর্জলী, মেজদিদি, চাটুজ্জে বাঁড়ুজ্জে এবং বিন্দুর ছেলে নামে পাঁচটি টেলিফিল্ম পরিচালনা করেন। তিনি মনে রেখো মোর গানের পাশাপাশি সার কর্পোরেশন এবং রাঙ্গাজাবা আল্টার বিজ্ঞাপনচিত্রের গানের উপর ভিত্তি করে একটি ১৩-পর্বের সিরিয়াল পরিচালনা করেছিলেন।