বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণকারী প্রখ্যাত নাট্যকার মন্মথ রায় ময়মনসিংহে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তী কালে তিনি এমএ সম্পন্ন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন। মন্মথ ১৯২৩ সালে ‘মুক্তির ডাক’ নামে তার প্রথম নাটক রচনা করেন। তার অন্তত ১৭টি নাটক চলচ্চিত্রায়িত করা হয়েছিল। ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে কাজী নজরুল ইসলামের উপর একটি তথ্যচিত্র তৈরি করার দায়িত্ব দিয়েছিল। মন্মথ তখন রাজ্য সরকারের প্রচার বিভাগে কর্মরত ছিলেন।
নজরুল সংস্কৃতি সমিতি চুরুলিয়ায় নজরুলকে তার পৈতৃক বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তার স্মৃতিকে জাগিয়ে তোলার আশায় তখন শ্যুটিং টিম তাদের অনুসরণ করে। তাকে একটি স্কুলে নিয়ে যাওয়া হয় এবং পরে তার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার শৈশবের বন্ধুরা তার সাথে দেখা করতে এসেছিল এই আশা নিয়ে যে কবি তাদেরকে চিনতে পারবেন। কিন্তু সব প্রচেষ্টাই বৃথা গেল। কবি একদিন তার স্মৃতি ফিরে পাবেন এই প্রার্থনার মাধ্যমে প্রামাণ্যচিত্রটি শেষ হয়।