তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
ইতিহাসবিদ রমেশচন্দ্র দত্তের নাতি মধু বসুর জন্ম কলকাতায়। তিনি শান্তিনিকেতনে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে বিদ্যাসাগর কলেজে অধ্যয়ন করেন। সেখানে শিশির ভাদুড়ির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীকালে তিনি শিশির ভাদুড়ি নাটকেও অভিনয় করেন। 1923 সালে তিনি অভিনেতা হিসেবে মদন থিয়েটার্সে যোগ দেন। তুর্কি হুর (1924) নির্মাণের সময় তিনি জে.জে. মদনকে সহায়তা করেন। হিম...
মধু 'দ্য মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস অব ইন্ডিয়া' নামে আরও একটি তথ্যচিত্রের কথা উল্লেখ করেছেন, যেটিতে তিনি একই সঙ্গে কাজ করছিলেন। এতে ছিলেন ওস্তাদ বিলায়েত খান, ওস্তাদ বিসমিল্লাহ খান, পান্নালাল ঘোষ ও ভেঙ্কটগিরিয়াপ্পা। মধু ছবিটি সম্পাদনাও শুরু করেন। তবে তা শেষ করা সম্ভব হয়নি।