তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

মধু বসু (১৯০০-১৯৬৯)

মধু বসু
(১৯০০-১৯৬৯)

তিহাসবিদ রমেশচন্দ্র দত্তের নাতি মধু বসুর জন্ম কলকাতায়। তিনি শান্তিনিকেতনে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে বিদ্যাসাগর কলেজে অধ্যয়ন করেন। সেখানে শিশির ভাদুড়ির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীকালে তিনি শিশির ভাদুড়ি নাটকেও অভিনয় করেন। 1923 সালে তিনি অভিনেতা হিসেবে মদন থিয়েটার্সে যোগ দেন। তুর্কি হুর (1924) নির্মাণের সময় তিনি জে.জে. মদনকে সহায়তা করেন। হিম...

ডিপ ফোকাস

    ভারতের নাচ 

    'মাই লাইফ' নামে মধু তাঁর আত্মজীবনীতে লিখেছেন, কী ভাবে তিনি আইএফআইয়ের তৎকালীন প্রধান এজরা মীরের কাছ থেকে উৎসাহ এবং প্রচুর সাহায্য পেয়েছিলেন। মধু ভরতনাট্যম এবং কথাকলি নৃত্যের শুটিংয়ের জন্য প্রথমে দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনা করেন। এর পর তিনি মণিপুরী ও নাগা নৃত্যের চিত্রগ্রহণের জন্য উত...

চিত্রপঞ্জী
    • দ্য আউটকাস্ট
    • ডান্সেস অফ ইন্ডিয়া (১৯৪৪)
    • দ্য মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস অফ ইন্ডিয়া (১৯৪৪)

পুনশ্চ

মধু 'দ্য মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস অব ইন্ডিয়া' নামে আরও একটি তথ্যচিত্রের কথা উল্লেখ করেছেন, যেটিতে তিনি একই সঙ্গে কাজ করছিলেন। এতে ছিলেন ওস্তাদ বিলায়েত খান, ওস্তাদ বিসমিল্লাহ খান, পান্নালাল ঘোষ ও ভেঙ্কটগিরিয়াপ্পা। মধু ছবিটি সম্পাদনাও শুরু করেন। তবে তা শেষ করা সম্ভব হয়নি।

ফটো গ্যালারি