তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

জগন্নাথ গুহ (১৯৪৬-২০২০)

জগন্নাথ গুহ
(১৯৪৬-২০২০)

জেজি বলে নিজের পরিচয় দিতে ভালবাসতেন। ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন জগন্নাথ গুহ। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার পর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। "বিশ্ববিদ্যালয়ে তিনি কার্যত 'ম্যান অফ লেটারস' হিসেবে নায়কের মর্যাদা পান। ক্যান্টিন আর কফি হাউসে ঘোষণা করতেন, তিনি জেইউকে সরবোনে পরিণত করতে চান। রেফারেন্সটা অবশ্য ছিল আইকনিক ছাত্র আন্দোলনের দিকে! তিনি একবার কল...

পুরস্কার
    • ১৯৮৬ সালের জন্য ভারতীয় সিনেমার সেরা উদযাপন করা ৩৪তম জাতীয় পুরস্কারে, জগন্নাথ মিত্রনিকেতন ভেল্লানাদের জন্য সেরা শিক্ষামূলক/প্রেরণামূলক চলচ্চিত্র বিভাগে রজত কমল জিতেছিলেন। " তৃণমূল স্তরে গ্রামীণ সমস্যা সমাধানে নিয়োজিত একটি প্রতিষ্ঠানের পরিষেবাকে কার্যকরভাবে ফোকাস করার জন্য" এই পুরস্কার দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই প্রশংসাপত্রে।
পুনশ্চ

ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে তাঁর যথেষ্ট চাহিদা ছিল। তাঁর সহযোগীদের মতে, তিনি নিশ্চয়ই পাঁচ হাজার ছবিতে কণ্ঠ দিয়েছেন। তিনি বিজ্ঞাপন এজেন্সিগুলির জন্য কপিরাইটার হিসাবেও ফ্রিল্যান্সিং করেছিলেন। তাঁর লেখা কিছু নাটকও আছে। তিনি জিগির থিয়েটার গ্রুপের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।