তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)

হীরালাল সেন
(১৮৬৬-১৯১৭)

ঢাকার উপকণ্ঠে বাগজুরি গ্রামে জন্ম, কলকাতায় এসেছিলেন কলেজে পড়তে। ১৮৮৭ সালে সেকালে ভারতের সবচেয়ে বড়ো স্থিরচিত্র কোম্পানি বোর্ন অ্যান্ড শেফার্ড আয়োজিত একটি স্থিরচিত্র প্রতিযোগিতায় বিজয়ী হন হীরালাল। প্রফেসর স্টিভেনসন নামে এক ব্রিটিশ ভদ্রলোকের কাজ দেখে এই সময়ে তাঁর স্বল্পদৈর্ঘ্যের সিনেমা বিষয়ে আগ্রহ জন্মায়। ১৮৯৮ সালে স্টার থিয়েটারে স্টিভেনসনের যন্ত্রপাতি...

চিত্রপঞ্জী
    • পথের ছবি (১৯০০)
    • গঙ্গা ঘাটের ছবি (১৯০০)
    • পথের নিত্যদৃশ্য (১৯০০)
    • পথে ছবি (১৯০০)
    • চিৎপুর রোডে চলমান দৃশ্য (১৯০০-১৯০১)
    • বাগজুরি গ্রামের বিবাহোৎসব (১৯০২-১৯০৩)
    • বাগজুরি গ্রামের শরণার্থী (১৯০২-১৯০৩)
    • রাজেন্দ্র মল্লিকের বাড়ির বিবাহোৎসব (১৯০২-১৯০৫)
    • দুলিচাঁদ মল্লিক বাড়ির বিবাহোৎসব (১৯০২-১৯০৫)
    • শিবচরণ লাহার বাড়ির বিবাহোৎসব (১৯০২-১৯০৫)
    • রাজেন্দ্র মল্লিক বাড়ির বিভিন্ন উৎসব (১৯০২-১৯০৫)
    • শিবচরণ লাহার বাড়ির বিভিন্ন উৎসব (১৯০২-১৯০৫)
পুনশ্চ

১৯০৫ সালে হীরালাল একটি বিজ্ঞাপন বার করেন যার বয়ান ছিল “আমাদের নিজেদের বানানো খাঁটি স্বদেশী চিত্র”। তাতে দেখানো হয়েছিল ২২ সেপ্টেম্বর ১৯০৫ সালে টাউন হলে দেশভাগবিরোধী বিক্ষোভ এবং স্বদেশী আন্দোলন। সম্ভবত এটিই ভারতের প্রথম রাজনৈতিক ছবি। ২০২১ সালে তাঁর জীবন নিয়ে তৈরি হীরালাল ছবিটি রিলিজ করে। নামভূমিকায় ছিলেন কিঞ্জল নন্দ, পার্শ্বচরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ও শঙ্কর চক্রবর্তী।

ফটো গ্যালারি