ঢাকার উপকণ্ঠে বাগজুরি গ্রামে জন্ম, কলকাতায় এসেছিলেন কলেজে পড়তে। ১৮৮৭ সালে সেকালে ভারতের সবচেয়ে বড়ো স্থিরচিত্র কোম্পানি বোর্ন অ্যান্ড শেফার্ড আয়োজিত একটি স্থিরচিত্র প্রতিযোগিতায় বিজয়ী হন হীরালাল। প্রফেসর স্টিভেনসন নামে এক ব্রিটিশ ভদ্রলোকের কাজ দেখে এই সময়ে তাঁর স্বল্পদৈর্ঘ্যের সিনেমা বিষয়ে আগ্রহ জন্মায়। ১৮৯৮ সালে স্টার থিয়েটারে স্টিভেনসনের যন্ত্রপাতি...
১৯০৫ সালে হীরালাল একটি বিজ্ঞাপন বার করেন যার বয়ান ছিল “আমাদের নিজেদের বানানো খাঁটি স্বদেশী চিত্র”। তাতে দেখানো হয়েছিল ২২ সেপ্টেম্বর ১৯০৫ সালে টাউন হলে দেশভাগবিরোধী বিক্ষোভ এবং স্বদেশী আন্দোলন। সম্ভবত এটিই ভারতের প্রথম রাজনৈতিক ছবি। ২০২১ সালে তাঁর জীবন নিয়ে তৈরি হীরালাল ছবিটি রিলিজ করে। নামভূমিকায় ছিলেন কিঞ্জল নন্দ, পার্শ্বচরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ও শঙ্কর চক্রবর্তী।