ছবি তোলার শখ ছিল, আর সেই শখের হাত ধরেই সৃজনশীলতার জগতে পদার্পণ গৌতম হালদারের। ভারতের নানা জায়গায় প্রদর্শনী হয়েছে তাঁর তোলা স্থিরচিত্রের। কিন্তু তাঁর সৃজনশীলতা এতেই আবদ্ধ থাকেনি, তাঁর কাছে একইরকম গুরুত্বপূর্ণ হল সাহিত্য, সঙ্গীত, চিত্রশিল্প, থিয়েটার এবং অবশ্যই সিনেমা। থিয়েটারে তাঁর হাতেখড়ি সুবিখ্যাত নাটক ‘কাছের মানুষ’ দিয়ে। এরপরে রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ ও ‘রক্তকরবী’ও করেছেন। তথ্যচিত্রের দুনিয়ায় গৌতম কাজ করেছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রথী-মহারথীদের সঙ্গে। তাঁর প্রথম তথ্যচিত্র আ স্টোরি অফ ইন্টিগ্রেশন ভারতের জাতীয় পুরস্কার অনুষ্ঠানে ‘বিশেষ উল্লেখ’ পেয়েছিল। তাঁর দ্বিতীয় তথ্যচিত্র স্ট্রিংস ফর ফ্রিডম ১৯৯৮ সালের ইন্ডিয়ান প্যানোরামায় নির্বাচিত হয়। এই দু’টি ছবিই দেশে-বিদেশে নানান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। তাঁর প্রথম কাহিনিচিত্র ভালো থেকো (Forever Yours) তিনটি জাতীয় পুরস্কার পায়। অভিনেত্রী বিদ্যা বালনের প্রথম ছবি ছিল এটি। নির্বাণ নামে একটি দ্বিভাষিক কাহিনিচিত্রও পরিচালনা করেছেন, অভিনয় করেছিলেন রাখী গুলজার।
প্রখ্যাত ব্রিটিশ নাট্য ও চিত্র পরিচালক পিটার ব্রুক যখন ভারতে তাঁর মহাভারত প্রযোজনার ওয়ার্কশপ করছিলেন, গৌতম ছিলেন তাঁর অফিশিয়াল চিত্রগ্রাহক।