তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

দেবাশিস বন্দ্যোপাধ্যায় (১৯৪২-২০১৬)

দেবাশিস বন্দ্যোপাধ্যায়
(১৯৪২-২০১৬)

হিন্দু স্কুলের প্রাক্তন ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের হীরেন্দ্রনাথ দত্ত স্বর্ণপদক প্রাপক ছিলেন দেবাশিষ। কর্মজীবনের শুরু ইংরেজির অধ্যাপক হিসেবে, পরে আনন্দবাজার পত্রিকার খবর বিভাগে যোগ দেন। পরবর্তীকালে আনন্দমেলা পত্রিকার সম্পাদক হিসেবেও কাজ করেছেন। মূলত কবি ও অনুবাদক হিসেবে খ্যাত দেবাশিষ উপন্যাস, ছোটগল্প এবং প্রবন্ধও লিখেছেন অনেক। জগদ্বিখ্যাত সাহিত্যিক চিনুয়া আচেবে এবং আইজ্যাক আসিমভের একাধিক কাজ অনুবাদ করার কৃতিত্ব আছে তাঁর। তথ্যচিত্র নির্মাণেও আগ্রহী ছিলেন। তিনি তিনটি তথ্যচিত্র বানিয়েছেন¬— আ ডলস্‌ হাউজ, ক্যালকাটা জিরো মাইল এবং চিলড্রেন অফ উমং লাই। তিনটি ছবিরই চিত্রগ্রহণ করেন বিবেক ব্যানার্জী। আ ডলস্‌ হাউজ-এর বিষয়বস্তু ছিল জয়নগরের মাজিলপুর এলাকায় পুতুল তৈরির বিলুপ্তপ্রায় শিল্প; চিলড্রেন অফ উমং লাই-তে মণিপুর রাজ্যের নানা স্থানীয় আচার-অনুষ্ঠানের পর্যালোচনা আছে।

চিত্রপঞ্জী
    • আ ডলস্‌ হাউজ
    • ক্যালকাটা জিরো মাইল 
    • চিলড্রেন অফ উমং লাই
পুনশ্চ

ইতিহাস, শিল্প, সংস্কৃতি এবং সমাজতত্ত্বে আগ্রহী দেবাশিস জীবৎকালে বিরল বইপত্র এবং প্রত্নতাত্ত্বিক শিল্পবস্তুর একটি অনবদ্য সংগ্রহ গড়ে তুলেছিলেন। তাঁর পুত্র বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ও চিত্রনির্মাতা ছিলেন।