তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

অভিজিৎ চট্টোপাধ্যায় (১৯৪৫- বর্তমান)

অভিজিৎ চট্টোপাধ্যায়
(১৯৪৫- বর্তমান)

ছোটবেলায় অভিজিৎ চট্টোপাধ্যায় কোনও ফিল্মের শুটিং দেখেননি। অভিজিৎ তাঁর অনুপ্রেরণা প্রসঙ্গে জানান, ''আমাকে যেটা সাহায্য করেছিল তা ঋত্বিক ঘটকের সঙ্গে ঘনিষ্ঠতা। তিনিই আমাকে অধিকারের প্রশ্নের কথা বলেন। বলেন, প্রথমে খুঁজতে হবে বিষয়ের ওপর তোমার অধিকার আছে কিনা।"  অভিজিৎ 

ডিপ ফোকাস

    • ছাপাখানার বাংলা হরফ
    অভিজিৎ নিজে একটি প্রিন্টিং প্রেসের মালিক ছিলেন। তিনি সেটি বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলা ফন্টের ইতিহাসের ওপর এই তথ্যচিত্রটি বানান। সৌমেন্দু রায় এই ২৫ মিনিটের ডকুমেন্টারির সিনেমাটোগ্রাফিতে ছিলেন, এডিটিং-এ ছিলেন অরুণ দত্ত। পণ্ডিত দীপক চৌধুরী এই ছব...

চিত্রপঞ্জী
    • ছাপাখানার বাংলা হরফ (১৯৯০) 
    • গ্রেভেন ইমেজ (১৯৯১)
    • ইন সার্চ অফ ইন্ডিয়ান থিয়েটার (১৯৯৩)
    • ক্লাসিক্যাল ইডিয়ম ইন ইন্ডিয়ান পেইন্টিং (১৯৯৫)
    • আফতাব-ই-সিতার (২০২১)
পুরস্কার
    • তাঁর ছাপাখানার বাংলা হরফ, শ্রীমতী চ্যাটার্জী এবং চন্দ্রিকা ভট্টাচার্যের প্রযোজনা করা, ১৯৮৯ সালে ৩৭তম ন্যাশনাল অ্যাওয়ার্ডসে বেস্ট হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন/ কমপাইলেশন ফিল্ম হিসেবে পুরস্কার জেতে। সিলভার লোটাস দেওয়া হয় "বেঙ্গলি প্রিন্টিং-এর ইতিহাস তুলে ধরায় গবেষণা ও শৈল্পিক ধারার মিশেলে কল্পনার ব্যবহার"-এর জন্য।
    • তাঁর গ্রেভেন ইমেজ  সুমিতেন্দ্রনাথ ঠাকুর ও শ্যামশ্রী ঠাকুরের প্রযোজনা। ১৯৯০ সালে ৩৮তম ন্যাশনাল অ্যাওয়ার্ডসে বেস্ট সিনেমা বিভাগে সেরা নন-ফিচার ফিল্ম হিসেবে জেতে। গোল্ডেন লোটাস দেওয়া হয় "উচ্চপর্যায়ের সিনেম্যাটিক ভ্যালু সহযোগেএকজন ভাস্করের জীবনীমূলক খুঁটিনাটির সঙ্গে তাঁর প্রতিকৃতিকে যুক্ত করা, তাঁর শিল্পের সূক্ষ্মাতিসূক্ষ্ম জায়গাগুলো ধরে একজন মানুষের, একজন শিল্পীর, একটি যুগের অসাধারণ ছবিকে সামনে আনা"র জন্য।
    • তাঁর ইন সার্চ অফ ইন্ডিয়ান থিয়েটার বেস্ট নন-ফিচার ফিল্ম হিসেবে ৪০ তম ন্যাশনাল অ্যাওয়ার্ডসে ১৯৯০ সালে সেরার পুরস্কার জিতে নেয়। গোল্ডেন লোটাস দেওয়া হয় "কনটেম্পোরারি ইন্ডিয়ান থিয়েটারে গভীর ও সংবেদনশীল দৃষ্টিক্ষেপণ"-এর জন্য।
পুনশ্চ

তিনি ভাস্কর তাপস সরকারের ওপর একটি ডকুমেন্টারির কাজ করছেন।