সিনেমার আঙিনায় রণজিত রায়ের প্রবেশ স্থিরচিত্রের হাত ধরে। গত শতাব্দীর সত্তর দশকের শুরুতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তিনি স্থিরচিত্র তোলা এবং সে বিষয়ে আরও জানতে আগ্রহী হয়ে ওঠেন। ওনার কথায়, “পেশাগতভাবে না হলেও, স্থিরচিত্র তোলার শখ আমার এখনও আছে। কলেজে পড়ার সময়েই আমি এ’বিষয়ে দক্ষতা আরও বাড়াতে চেয়েছিলাম, আরও পড়তে চেয়েছিলাম। কিন্তু সে...
(শুধু তথ্যচিত্র)
রণজিতের পাহাড়ের ওপর তীব্র আকর্ষণ। ১৯৮০ সালে তিনি সুন্দরডুঙ্গা ভ্যালি ট্রেক করেন। ২০১২ সালে, তিনি চিনের “টি- হর্স রোড” রুট ধরে তিব্বতের রাজধানী লাসা যান এবং সেখানকার ঐতিহাসিক পোটালা প্রাসাদ ঘুরে দেখেন। সেখান থেকে তিনি “সামে” মনাস্ট্রি হয়ে চীনের দিক থেকে এভারেস্ট বেস ক্যাম্প অব্দি যান। ২০২২ সালে, তিনি অন্নপূর্ণা বেস ক্যাম্পে ট্রেক করে পৌঁছন। বর্তমানে তিনি সিরামিক ভাস্কর্য নিয়ে কাজ শুরু করেছেন।