তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

ধীমান কর্মকার (১৯৮১-বর্তমান)

ধীমান কর্মকার
(১৯৮১-বর্তমান)

মতিয়াজ আলির 'অমর সিং চামকিলা'-র সাউন্ড ডিজাইন সবাইকে মুগ্ধ করেছে। নিশা পাহুজার অস্কার–মনোনীত তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’–এ তিনি অন্যতম একজন প্রোডাকশন সাউন্ড মিক্সার হিসেবেও কাজ করেছেন। গত ১৪ বছরের কেরিয়ারে ধীমান কর্মকার এভাবেই...

ডিপ ফোকাস

    • লক্ষ্ণণ গোলে
    দুষ্কৃতী থেকে গান্ধীবাদী হয়ে ওঠার পাশাপাশি সত্যকে নিয়ে গান্ধীর নানা পরীক্ষানিরীক্ষার একইভাবে সাক্ষী থাকা লক্ষ্মণ গোলেকে নিয়ে ধীমান টাঙ্গেলা মাধবীর ৫২ মিনিটের তথ্যচিত্রে কাজ করেছেন। সিনেমাটোগ্রাফি পঙ্কজ ঋষি কুমার, টাঙ্...

চিত্রপঞ্জী

    (শুধু তথ্যচিত্র)

    • লক্ষ্মণ গোলে (২০০৭)
    • সাভাদি – সাউন্ড অফ ডান্স (২০১৫)
    • চেজিং টেলস (২০১৭) 
    • ধরতি লাটার রে হোরো (টরটয়েজ আন্ডার দ্যা আর্থ) (২০২২)
    • টু কিল এ টাইগার (২০২২)
পুনশ্চ

ছোটবেলায় ধীমান বেশ তবলা বাজাতেন। এতে প্রথাগত শিক্ষাও নিয়েছিলেন।