তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

আইরীন ধর মালিক (১৯৬৫--বর্তমান)

আইরীন ধর মালিক
(১৯৬৫--বর্তমান)

পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, নন-ফিকশন,বিজ্ঞাপন চিত্র, ডকু সিরিজ বা হোক টেলিভিশন, চিত্র সম্পাদক আইরীন ধর মালিক তাঁর সৃষ্টিশীলতার সুবাদে বিনোদনের এই সমস্ত ধারার সঙ্গেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। আইরীন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এফটিআইআই) বিশিষ্ট প্রাক্তনী। তিনি শিশু পাচারের হাত থেকে বেঁচে যাওয়া মানুষদের নিয়ে মিরিয়াম চণ্ডী মেনাচেরির তৈর...

ডিপ ফোকাস

    (শুধু তথ্যচিত্র)

    • লোকনায়ক
    জয়প্রকাশ নারায়ণের উপর প্রকাশ ঝা পরিচালিত ১০০ মিনিটের তথ্যচিত্র আ‌ইরীন সম্পাদনা করেছেন। জয়প্রকাশ নারায়ণের চরিত্রে চেতন পণ্ডিত এবং প্রভাবতী দেবীর ভূমিকায় টিসকা চোপড়া অভিনয় করেছেন। তথ্যচিত্রটিতে চিত্রগ...

চিত্রপঞ্জী
    • (শুধু তথ্যচিত্রের তালিকা)
    • লোকনায়ক (২০০৪) 
    • আওয়াজ আলা (২০১২) 
    • সেলুলয়েড ম্যান (২০১২)
    • খাসি হিলস কমিউনিটি কার্বন প্রজেক্ট (২০১২)
    • অ্যান আমেরিকান ইন মাদ্রাজ (২০১৩)
    • হোয়েন দ্য ফরেস্ট ইজ হোম (২০১৩)
    • ফিল্ড অফ ড্রিমস (২০১৪)
    • দ্য ইমমরটালস (২০১৪)
    • রাইডিং অন এ সানবিম (২০১৬)
    • আই ডোন্ট মিস হিম (২০১৭)
    • চেকমেট – ইন সার্চ অফ জিরি মেনজেল (২০১৭)
    • লেং লেভোরা লেং (ভয়েস অফ দ্য ভয়েসলেস)(২০১৭)
    • ব্রেকপয়েন্ট (২০২১)
    • কিকিং বলস (২০২২)
    • মিতা কেয়ারস (২০২২)
    • ফ্রম দ্য শ্যাডোজ (২০২৩) 
    • পার্টিশন স্টোরিজ (২০২৪)
    • ট্রানজিশন (২০২৪) 
পুরস্কার
    • ‘সেলুলয়েড ম্যান’ সম্পাদনার জন্য ২০১৩ সালে জাতীয় পুরস্কার প্রাপ্তি। যে দক্ষতায় আইরীন অতীত ও বর্তমানকে এক সুতোয় গেঁথে বহুস্তরীয় একটি বক্তব্য সবার সামনে তুলে ধরেছিলেন ওই পুরস্কার তারই স্বীকৃতি। 
    • ‘অ্যান আমেরিকান ইন মাদ্রাজ’ সম্পাদনার জন্য আইরীন ২০১৪ সালে আইডিপিএ পুরস্কার জেতেন। 
    • ‘ফ্রম দ্য শ্যাডোজ’–এর জন্য ২০২৪ সালে এমআইএফএফ বেস্ট এডিটিং অ্যাওয়ার্ড প্রাপ্তি। এ সংক্রান্ত উদ্ধৃতিটি ছিল: "মেয়েরা নিখোঁজ হয় - তাদের মধ্যে অনেককে টাকার জন্য দিনকে দিন পাচার করে দেওয়া হয়। ঠিক কী ঘটছে সে বিষয়ে এই তথ্যচিত্রটি আলোকপাত করার চেষ্টা চালায়। ভয়্যারিজমকে এড়িয়ে এ সংক্রান্ত কর্মী ও ভুক্তভোগীদের কাছে সব কিছু খোলামেলা ভাবে তুলে ধরে। নিপুণ সম্পাদনায় একটি ঘটনা থেকে আরেকটিতে সহজেই যাতায়াত করে, এক যাত্রা থেকে আরেক যাত্রায় মিশে যায়, এক নিপুণ নাটকীয়তা তৈরি করে।’’
পুনশ্চ

আইরীন ‘আই অ্যাম ওনির অ্যান্ড আই অ্যাম আ গে’ স্মৃতিকথার সহ–লেখক। ভাষার প্রতি সহজাত দক্ষতা থাকা আইরীন চিত্রনাট্য রচনাতেও জড়িত। আইরীন ইতিমধ্যেই ব্রহ্মানন্দ সিংয়ের 'রাইডিং অন আ সানবিম', ওনিরের 'বস এক পল' এবং  উত্তর-পূর্ব ভারতকে নিয়ে কল্পনা লাজমির তথ্যচিত্র চিত্রনাট্য লিখেছেন। আইরীন বলছেন, ‘‘আমি ‘স্যাটারডে সাসপেন্স’-এর কিছু এপিসোডও লিখেছি। ‘আই অ্যাম ওনির অ্যান্ড আই অ্যাম এ গে (২০২২)’এ আমি একজন সহ–লেখক ছিলাম। হামসফর ট্রাস্ট এ জন্য আমাদের ‘লিখো পুরস্কার’ দেয়। আমার লেখা ছোট গল্প ‘নিউ ওম্যান’–এ প্রকাশিত হয়েছে। আফ্রো-এশিয়ান সংকলনে ‘বিহাইন্ড দ্য শ্যাডোস’ শিরোনামে আমার একটি ছোট গল্প প্রকাশিত হয়েছে। আমি ডেকান হেরাল্ডের জন্য ফিচার লিখেছি। ভারতীয় মহিলা লেখকদের ছোট গল্পের সংকলন রিপলস-এ আমার তিনটি গল্প রয়েছে।’’ ২০২৪ সালে তিনি অ্যান্টিক্লক ফিল্মসের জন্য একটি চিত্রনাট্য লেখায় হাত দিয়েছেন।