পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, নন-ফিকশন,বিজ্ঞাপন চিত্র, ডকু সিরিজ বা হোক টেলিভিশন, চিত্র সম্পাদক আইরীন ধর মালিক তাঁর সৃষ্টিশীলতার সুবাদে বিনোদনের এই সমস্ত ধারার সঙ্গেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। আইরীন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এফটিআইআই) বিশিষ্ট প্রাক্তনী। তিনি শিশু পাচারের হাত থেকে বেঁচে যাওয়া মানুষদের নিয়ে মিরিয়াম চণ্ডী মেনাচেরির তৈর...
আইরীন ‘আই অ্যাম ওনির অ্যান্ড আই অ্যাম আ গে’ স্মৃতিকথার সহ–লেখক। ভাষার প্রতি সহজাত দক্ষতা থাকা আইরীন চিত্রনাট্য রচনাতেও জড়িত। আইরীন ইতিমধ্যেই ব্রহ্মানন্দ সিংয়ের 'রাইডিং অন আ সানবিম', ওনিরের 'বস এক পল' এবং উত্তর-পূর্ব ভারতকে নিয়ে কল্পনা লাজমির তথ্যচিত্র চিত্রনাট্য লিখেছেন। আইরীন বলছেন, ‘‘আমি ‘স্যাটারডে সাসপেন্স’-এর কিছু এপিসোডও লিখেছি। ‘আই অ্যাম ওনির অ্যান্ড আই অ্যাম এ গে (২০২২)’এ আমি একজন সহ–লেখক ছিলাম। হামসফর ট্রাস্ট এ জন্য আমাদের ‘লিখো পুরস্কার’ দেয়। আমার লেখা ছোট গল্প ‘নিউ ওম্যান’–এ প্রকাশিত হয়েছে। আফ্রো-এশিয়ান সংকলনে ‘বিহাইন্ড দ্য শ্যাডোস’ শিরোনামে আমার একটি ছোট গল্প প্রকাশিত হয়েছে। আমি ডেকান হেরাল্ডের জন্য ফিচার লিখেছি। ভারতীয় মহিলা লেখকদের ছোট গল্পের সংকলন রিপলস-এ আমার তিনটি গল্প রয়েছে।’’ ২০২৪ সালে তিনি অ্যান্টিক্লক ফিল্মসের জন্য একটি চিত্রনাট্য লেখায় হাত দিয়েছেন।