জাতীয় পুরস্কারপ্রাপ্ত সম্পাদক, সৈকত শেখরেশ্বর রায় বিশ্বাস করেন যে সম্পাদনা এক অদৃশ্য শিল্পের নাম। তিনি বর্তমানে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের চলচ্চিত্র সম্পাদনা বিভাগের প্রধান রূপে কর্মরত। সাউথ পয়েন্ট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পরে তিনি হেরম্ব চন্দ্র কলেজের বাণিজ্য বিভাগ থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন। এরপর...
সৈকত দক্ষিণী থেকে ১৯৯৭- সালে রবীন্দ্রসঙ্গীতের ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেন এবং ফাইনাল পরীক্ষায় তিনিই প্রথম হন। এরপরে, ১৯৯৮- সালে তিনি সুনীল কুমার রায় স্মৃতি পুরস্কার এবং দক্ষিণী পুরস্কার পান। পরবর্তীতে, সৈকত দিল্লী, রাঁচি, জামশেদপুর, ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনে, এলাহাবাদ, ইউএসএ এবং দুবাইতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে বহু অনুষ্ঠান করেন। সারেগামা থেকে তাঁর দু'টি একক অ্যালবাম 'আসবে যদি' (২০১৩) এবং 'হৃৎকমল' (২০১৪) মুক্তিলাভ করে।