তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

সৈকত শেখরেশ্বর রায় ((১৯৭৯- বর্তমান))

সৈকত শেখরেশ্বর রায়
((১৯৭৯- বর্তমান))

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সম্পাদক, সৈকত শেখরেশ্বর রায় বিশ্বাস করেন যে সম্পাদনা এক অদৃশ্য শিল্পের নাম।  তিনি বর্তমানে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের চলচ্চিত্র সম্পাদনা বিভাগের প্রধান রূপে কর্মরত। সাউথ পয়েন্ট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পরে তিনি হেরম্ব চন্দ্র কলেজের বাণিজ্য বিভাগ থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন। এরপর...

ডিপ ফোকাস

    • হোপ ডায়িস লাস্ট ইন ওয়ার
    ১৯৭১-সালের ভারত-পাকিস্তান যুদ্ধের দরুন সহস্রাধিক ভারতীয় সৈন্য পাকিস্তানের হাতে যুদ্ধবন্দী হন। সুপ্রিয় সেন পরিচালিত ৮০-মিনিট দীর্ঘ এই তথ্যচিত্রটি সিমলা চুক্তির পরে য...

চিত্রপঞ্জী
    • হোপ ডায়িস লাস্ট ইন ওয়ার (২০০৭)
    • ব্রেকিং সাইলেন্স (২০০৮)
    • জার্নালস অফ আ উইলি স্কুল/ চোর-পুলিশ (২০০৮)
    • মেনি স্টোরিজ অফ লাভ অ্যান্ড হেট (২০০৮)
    • সং অফ দ্য স্যাংচুয়ারি (২০০৮)
    • রূপবান (২০০৮)
    • প্যাজেন্ট ইন পেইন্টেড সিনস (২০০৯)
    • ড্রাগড টু ডেথ (২০০৯)
    • দ্য স্টুডেন্ট হেডমাস্টার (২০০৯)
    • বিট অফ বোথ (২০১০)
    • দ্য নাইন মান্থস (২০১০)
    • ইন দ্যা সিজন অফ স্টর্মস (২০১০)
    • ইন দ্য সিজন অফ ব্লু স্টর্ম (২০১০)
    • আন্ডারস্ট্যান্ডিং ট্র্যাফিকিং (২০১০)
    • দ্য গ্রিন আর্মি - দ্য সেভিয়র অফ দ্য সিলভান (২০১১)
    • আ প্যাসেজ ইন টাইম (২০১১)
    • আর ইউ লিসেনিং (২০১২)
    • দ্যা প্রাইস অফ প্রভিডেন্স (২০১৪)
    • আনফোল্ডিং দ্য পট স্টোরি (২০১৪)
    • টেস্টিমনি অফ আ থ্রেড (২০১৫)
    • সাঁচি- আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (২০১৬)
    • দ্য ব্লু হেলমেট (২০১৮)
    • দ্যা সিজন অফ মিস্ট (২০১৮)
    • ওয়েস্টব্যান্ড (২০১৯)
    • সুইমিং থ্রু দ্য ডার্কনেস (২০১৯)
    • আড্ডা (২০১৯)
    • মেনি প্যাসেজেস অফ টাইম (২০২২)
    • অন্যদিন/ ডে আফটার (২০২৩)
পুরস্কার
    • সৈকত ২০০৭- সালে 'হোপ ডায়িস লাস্ট ইন ওয়ার' ছবিটির সম্পাদনা করে জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সেরা সম্পাদনা বিভাগে “অতুলনীয় শৈল্পিক দক্ষতার সাথে অতীত ও বর্তমানের বিভিন্ন ঘটনাবলীর সংমিশ্রণে ঘটানো এবং দৃশ্যের অবিচ্ছিন্ন ধারাবাহিকতা রক্ষার মধ্যমে সত্যিকারের সহমর্মিতা জাগিয়ে তোলার জন্য” রজত কমল পান। 
    • তিনি ২০০৯-সালে শ্রদ্ধা পাসি (এফটিআইআই) পরিচালিত 'ধিন তাক ধা' ছবিটি সম্পাদনার জন্য আইডিপিএ বেস্ট এডিটর অ্যাওয়ার্ড (ফিকশন) পান
    • তিনি ২০১০-সালে শ্যামল কর্মকার পরিচালিত 'মেনি স্টোরিস অফ লাভ অ্যান্ড হেট' ছবিটি সম্পাদনার জন্য আইডিপিএ বেস্ট এডিটর অ্যাওয়ার্ড (নন-ফিকশন) পান
পুনশ্চ

সৈকত দক্ষিণী থেকে ১৯৯৭- সালে রবীন্দ্রসঙ্গীতের ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেন এবং ফাইনাল পরীক্ষায় তিনিই প্রথম হন। এরপরে, ১৯৯৮- সালে তিনি সুনীল কুমার রায় স্মৃতি পুরস্কার এবং দক্ষিণী পুরস্কার পান। পরবর্তীতে, সৈকত দিল্লী, রাঁচি, জামশেদপুর, ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনে, এলাহাবাদ, ইউএসএ এবং দুবাইতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে বহু অনুষ্ঠান করেন। সারেগামা থেকে তাঁর দু'টি একক অ্যালবাম 'আসবে যদি' (২০১৩) এবং 'হৃৎকমল' (২০১৪) মুক্তিলাভ করে।