পরিচালক অম্লান দত্ত তাঁর শৈল্পিক কর্মজীবন শুরু করেন একজন চিত্রশিল্পী রূপে। ছাত্রাবস্থায় তিনি কমার্শিয়াল ডিজাইনার হিসেবে কাজ করে কলেজের পড়াশোনা চালানোর খরচের যোগান দিতেন। আঠারো বছর বয়সে তিনি তাঁর মায়ের কাছ থেকে একটি নিক্কোরমার্ট ক্যামেরা উপহার পান আর তখন থেকেই ফটোগ্রাফির সঙ্গে তাঁর এক নিবিড় সম্পর্ক ...
হিমাচল প্রদেশে সংঘটিত সমাজ উন্নয়ন কর্মের সাথে অম্লান বহু দিন ধরেই যুক্ত। এছাড়া, ভারতবর্ষে ক্যানাবিসকে বৈধতা দেওয়ানোর আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন। কৃষিকাজে রাসায়নিকের ব্যবহার কমানোর উদ্দেশ্যে তিনি একটি কৃষি-প্রযুক্তি স্টার্টআপ শুরু করেছেন যেটি বায়ো-অরগ্যানিক ব্যবহার্য তৈরি করে। স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড এবং বাইর্যাক আইকেপির সাহায্যপ্রাপ্ত তাঁর স্টার্টআপটি ভবিষ্যত প্রজন্মকে এবং প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর।