তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

দেবলীনা মজুমদার (১৯৭২- বর্তমান)

দেবলীনা মজুমদার
(১৯৭২- বর্তমান)

কজন স্বাধীন চিত্রনির্মাতা, চিত্রনির্মাতা, চিত্রগ্রাহক এবং মিডিয়া প্রযোজক দেবলীনা মজুমদার প্রথমে লেক স্কুল ফর গার্লসে এবং পরে তুলনামূলক সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তবে, তাঁর নেশা এবং ভালোবাসা ছিল ফটোগ্রাফি। সাংবাদিকতার পেশায় থাকাকালীনই তিনি অনুভব করেন যে সমাজে যেসব গুরুত্বপূর্ণ...

ডিপ ফোকাস

    • কী কথা তাহার সাথে ( শ..শ..শ(হি))
    সমকামী পুরুষ যৌনকর্মীদের আশা, ভয়, যন্ত্রণা এবং পুরুষ যৌনকর্মীদের জন্য পেশাদারিত্বের মর্যাদার আকাঙ্ক্ষাকে ঘিরে এই স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রটি তৈরি। এই...

চিত্রপঞ্জী

    (শুধু তথ্যচিত্র)

    • কী কথা তাহার সাথে (শ..শ..শি) (২০০২)
    • সিটিজেনস উইদাউট রাইটস' (২০০৩)
    • আ স্ট্রেঞ্জার ইন আ বায়োস্কোপ' (২০০৫)
    • প্রথম শবর সম্মেলন' (২০০৫)
    • মাদার কারেজিয়াস (২০০৭)
    • তার চেয়ে সে অনেক আরো... (মোর দ্যান আ ফ্রেন্ড...)' (২০১০) (ডকুফিকশন)
    • ...এবং বেওয়ারিশ' (...অ্যান্ড দ্য আন ক্লেইমড) (২০১৩) 
    • দৌড় (দ্য ফ্রন্ট রানার) (২০১৪)
    • তিন সত্যি... (ইন ফ্যাক্ট) (২০১৮)
    • গে ইন্ডিয়া ম্যাট্রিমনি' (২০১৯)
    • এক পরিযায়ী শহরের ইতিকথা (২০২০)
    • পড়শী নীলের আরশিনগর (বিয়ন্ড দ্য ব্লুজ)(২০২৩)
পুরস্কার
    • '...এবং বেওয়ারিশ (...অ্যান্ড দ্য আন ক্লেইমড)' ছবিটি ২০১৪-সালের সাইনস ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশ্যাল মেনশন অ্যাওয়ার্ড পায়। 
    • দেবলীনা ২০২১-সালে ভ্যাঙ্কুভার ইন্টারন্যাশনাল উইমেন ইন ফিল্ম ফেস্টিভ্যালে 'হোলি রাইটস' ফিল্মটিতে অসামান্য ক্যামেরার কাজের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড পান।
পুনশ্চ

স্বাধীনতা সংগ্রামী পারুল মুখার্জীকে ঘিরে একটি  তথ্যচিত্র তৈরি করছেন দেবলীনা, যেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। "উনি ছিলেন ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক অসীম সাহসী নারী, যিনি ধরা পড়বার পরে অসহনীয় শারীরিক এবং মানসিক অত্যাচার সত্বেও লড়াই চালিয়ে গেছেন। অবাক করা বহুমুখী প্রতিভার অধিকারী পারুল পিসি  ছিলেন অত্যন্ত পরিবেশ সচেতন। বিদ্যাসাগর কলোনিতে একটি তেঁতুল গাছ আছে যেটা তাঁর লাগানো বলেই আমাদের বিশ্বাস। 'পারুল পিসি' নামের তথ্যচিত্রটি বানানো শুরু করতে সময় লাগছে বলে আমরা ঠিক করেছি প্রতি সপ্তাহে ওই তেঁতুল গাছের তলায় জড়ো হয়ে আমরা অনুষ্ঠান করব যেখানে পরিবেশ সংরক্ষণ নিয়ে যেমন আলোচনা হবে তেমনই কথা হবে দেশ ও দশকে নিয়েও। প্রথম রবিবারের আয়োজিত অনুষ্ঠানে গান গেয়েছেন মৌসুমী ভৌমিক," তিনি জানানI

https://www.youtube.com/watch?v=qZaxbc6LHhA

ফটো গ্যালারি