একজন স্বাধীন চিত্রনির্মাতা, চিত্রনির্মাতা, চিত্রগ্রাহক এবং মিডিয়া প্রযোজক দেবলীনা মজুমদার প্রথমে লেক স্কুল ফর গার্লসে এবং পরে তুলনামূলক সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তবে, তাঁর নেশা এবং ভালোবাসা ছিল ফটোগ্রাফি। সাংবাদিকতার পেশায় থাকাকালীনই তিনি অনুভব করেন যে সমাজে যেসব গুরুত্বপূর্ণ...
(শুধু তথ্যচিত্র)
স্বাধীনতা সংগ্রামী পারুল মুখার্জীকে ঘিরে একটি তথ্যচিত্র তৈরি করছেন দেবলীনা, যেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। "উনি ছিলেন ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক অসীম সাহসী নারী, যিনি ধরা পড়বার পরে অসহনীয় শারীরিক এবং মানসিক অত্যাচার সত্বেও লড়াই চালিয়ে গেছেন। অবাক করা বহুমুখী প্রতিভার অধিকারী পারুল পিসি ছিলেন অত্যন্ত পরিবেশ সচেতন। বিদ্যাসাগর কলোনিতে একটি তেঁতুল গাছ আছে যেটা তাঁর লাগানো বলেই আমাদের বিশ্বাস। 'পারুল পিসি' নামের তথ্যচিত্রটি বানানো শুরু করতে সময় লাগছে বলে আমরা ঠিক করেছি প্রতি সপ্তাহে ওই তেঁতুল গাছের তলায় জড়ো হয়ে আমরা অনুষ্ঠান করব যেখানে পরিবেশ সংরক্ষণ নিয়ে যেমন আলোচনা হবে তেমনই কথা হবে দেশ ও দশকে নিয়েও। প্রথম রবিবারের আয়োজিত অনুষ্ঠানে গান গেয়েছেন মৌসুমী ভৌমিক," তিনি জানানI
https://www.youtube.com/watch?v=qZaxbc6LHhA