জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা এবং ফ্লোরিডা অ্যান্টার্কটিক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, সুমন ঘোষ সম্প্রতি তথ্যচিত্র পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তাঁর নির্মিত দুটি তথ্যচিত্রই শিরোনামে এসেছে। অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্রটি শিরোনামে আসে বিবাচন বিবাদের জেরে এবং অপর্ণা সেনকে ঘিরে নির্মিত দ্বিতীয় তথ্যচিত্রটি নজর কেড়েছে ২০২৪...
প্রাথমিকভাবে কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদের পক্ষ থেকে পরিচালককে বলা হয়েছিল অমর্ত্য সেনের উচ্চারিত বিশেষ কিছু শব্দ এবং বাক্যবন্ধ যেমন 'গরু', 'গুজরাট', 'হিন্দু ভারত', 'ভারতের হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গি' ইত্যাদিকে বিপ শব্দের দ্বারা ঢেকে দিতে। পরিচালক পরে সিবিএফসির প্রসূন যোশীর সাথে ২০১৮ সালের ৪ জানুয়ারি তারিখে মুম্বাইতে দেখা করে এই বিষয়ে আলোচনা করেন। যোশী এবং সিবিএফসি টিম কাটের সংখ্যা কমিয়ে একে নিয়ে আসে এবং তাঁদের পক্ষ থেকে শুধুমাত্র গুজরাট শব্দটিকে বাদ দিতে বলা হয়।