তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

ফারহা খাতুন (১৯৮৮- বর্তমান)

ফারহা খাতুন
(১৯৮৮- বর্তমান)

শ্চিমবঙ্গের এক ছোট শহরে ফারহা খাতুনের জন্ম। বর্তমানে ভারতের তরুণ প্রজন্মের বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতাদের মধ্যে নিজের যোগ্যতায় অনায়াসে স্থান করে নিয়েছেন তিনি। শৈশবে মেদিনীপুরের দীঘা, কাঁথি ও বেলদার চারটি আলাদা স্কুলে পড়াশোনা করেন ফারহা। বেলদা কলেজে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করলেও তিনি বুঝতে পেরেছিলেন যে চলচ্চিত্র নির্মাণ এবং সম্পাদনাই তাঁর ...

ডিপ ফোকাস

    • আই অ্যাম বনি

    • ৪৫ মিনিট দীর্ঘ এই তথ্যচিত্রটিতে জন্মসূত্রে ইন্টারসেক্স (আন্তঃলিঙ্গ) ‘বন্দনা’র এক গরিব ও নিরক্ষর বাবা মায়ের ঘরে মেয়ে হিসেবে বড় হয়ে ওঠা এবং পরবর্তী কালে ভারতীয় মহিলা ফুটবল দলের অন্যত...

চিত্রপঞ্জী

    (শুধু তথ্যচিত্র)

    • আই অ্যাম বনি (২০১৬) 
    • দ্য জাঙ্গল ম্যান...লোইয়া' (২০১৮)
    • স্টপ অ্যাসিড অ্যাটাক' (২০১৯)
    • হোলি রাইটস' (২০২০)
    • রিপলস আন্ডার দ্য স্কিন' (২০২২)
পুরস্কার
    • ২০১৭ সালে ৬৫-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে 'আই অ্যাম বনি' সামাজিক বিষয়ে নির্মিত সেরা ছবি হিসেবে রজত কমল পায়। 
    • ফিল্মটি ২০১৭ সালে ২২-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্র পুরস্কার পায়।
    • ফিল্মটি ২০১৮ সালে  মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রমোদ পতি জুরি পুরস্কার পেয়েছিল। 
    • ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস  অফ ইন্ডিয়া আয়োজিত এসএএসএফএফ ২০১৯-এ এই ফিল্মটি সত্যজিৎ রায় সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিল। 
    • এই ফিল্মটিকে ২০১৭ সালের পঞ্চম স্মিতা পাটিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত করা হয়। 
    • 'হোলি রাইটস' ছবিটি ৬৭ তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সামাজিক বিষয়ে নির্মিত সেরা ছবি হিসেবে রজত কমল পায়। 
    • ফিল্মটি ২০২০ সালে ন্যাশনাল লাডলি মিডিয়া অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যাওয়ার্ড ফর জেন্ডার সেন্সিটিভিটি পায়। 
    • এটি ভ্যাঙ্কুভার ইন্টারন্যাশনাল উওমেন ফিল্ম ফেস্টিভ্যালে ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড এবং বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড পায়। 
    • এই ফিল্মটি রেজিনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ডসে (আরআইএফএফএ) ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি লং পুরস্কারটি পায়। 
    • 'রিপলস আন্ডার দ্য স্কিন' ফিল্মটি ইউএসএ-তে আয়োজিত ১২-তম কুইনস ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট শর্ট ডকুমেন্টারি পুরস্কার পায়।
    • এই ফিল্মটি পঞ্চম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে দ্বিতীয় সেরা তথ্যচিত্র হিসেবে সত্যজিৎ রায় সিলভার অ্যাওয়ার্ড এবং সেরা পরিচালনার জন্য মৃণাল সেন গোল্ডেন অ্যাওয়ার্ড পায়। 
    • ফিল্মটি সিমলার অষ্টম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের পুরস্কার পায়। 
পুনশ্চ

দেবলীনার 'ইফ ইউ ডেয়ার ডিজায়ার' ফিল্মটিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন ফারহা। এই ফিল্মটির জন্য পুনে ইন্টারন্যাশনাল কুইয়ার ফিল্ম ফেস্টিভ্যালে তিনি সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন।

ফটো গ্যালারি