তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

সৌরভ কান্তি দত্ত (১৯৭৬-বর্তমান)

সৌরভ কান্তি দত্ত
(১৯৭৬-বর্তমান)

তিহাসের স্নাতক এবং স্বশিক্ষিত চলচ্চিত্র পরিচালক সৌরভ কান্তি দত্ত তাঁর দু'দশক ব্যাপী কর্মজীবনে বিভিন্ন ধারার চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের পাশাপাশি টেলিভিশন ও বিনোদন জগতেও কাজ করেছেন। একজন ইন্টারসেক্স (আন্তঃলিঙ্গ) ফুটবল খেলোয়াড়ের বিপন্নতা, আকাঙ্ক্ষা এবং সাফল্য ঘিরে, ফারহা খাতুন এবং শতরূপা সাঁতরার সঙ্গে সহপরিচালনায়, তাঁর তৈরি প্রথম তথ্য...

ডিপ ফোকাস

    • আই অ্যাম বনি
    • ফিল্মস ডিভিশন দ্বারা প্রযোজিত,৪৫ মিনিট দীর্ঘ এই তথ্যচিত্রটিতে জন্মসূত্রে ইন্টারসেক্স (আন্তঃলিঙ্গ) ‘বন্দনা’র এক গরিব ও নিরক্ষর বাবা মায়ের ঘরে ম...

চিত্রপঞ্জী
    • আই অ্যাম বনি (২০১৬) 
    • ফাতিমা (২০২২)
পুরস্কার
    • ২০১৭ সালে ৬৫-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে 'আই অ্যাম বনি' সামাজিক বিষয়ে নির্মিত সেরা ছবি হিসেবে রজত কমল পায়। 
    • একই বছরে এটি ২২-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্র পুরস্কার পায়।
    • ২০১৮ সালে ফিল্মটি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রমোদ পতি জুরি পুরস্কার পেয়েছিল।
    • ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস  অফ ইন্ডিয়া আয়োজিত এসএএসএফএফ ২০১৯-এ এই ফিল্মটি সত্যজিৎ রায় সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিল।
    • ২০১৭ সালের স্মিতা পাটিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটিকে সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত করা হয়। 
    • ২০১৮ সালে ডকেজ কলকাতায় মোস্ট ডেভেলপড প্রোজেক্ট অ্যাওয়ার্ড পেয়েছিল 'ফাতিমা'। 
    • ২০১৮ সালের ঢাকা ডকল্যাবে এই ফিল্মটি ইউরোপিয়ান ডকুমেন্টারি নেটওয়ার্ক অ্যাওয়ার্ড পায়। 
    • ২০২৩ সালে এটি ১১-তম নেপাল হিউম্যান রাইটস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। 
    • ২০২৩ সালে সিমলার নবম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিল্মটি সেরা তথ্যচিত্র পুরস্কার পেয়েছে।
    • ২০২৩-এ মুম্বাই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্মটি সেরা পরিচালক পুরস্কারও লাভ করে। 
    • শঙ্খ পরিচালিত তথ্যচিত্র 'লোংরা'র চিত্রগ্রাহক হিসেবে সৌরভ ২০১৯ সালে কেরালার আইডিএসএফএফকে অনুষ্ঠানে বেস্ট ডকুমেন্টারি সিনেমাটোগ্রাফির জন্য নভরোজ কন্ট্রাক্টর অ্যাওয়ার্ড পান। জুরি বিবৃতিতে বলা হয়, "পর্দায় চরিত্রদের দেখানো হোক বা নৈসর্গিক দৃশ্যাবলী, লোংরার জড়তাহীন চিত্রগ্রহণের ত্বরাহীন ভঙ্গিমা কোন সংলাপ অথবা ব্যাখ্যা ছাড়াই অর্থবহ এবং ছবিটিকে সম্পূর্ণ করবার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা নিয়েছে।"
পুনশ্চ

সৌরভ নিজের ছবির সম্পাদনার কাজে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি খ্যাতনামা পরিচালক সৌরভ ষড়ঙ্গীর সাম্প্রতিকতম তথ্যচিত্র 'দ্য টাইগার আর্মি'র (২০২৩) সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন।

ফটো গ্যালারি