তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
ইতিহাসের স্নাতক এবং স্বশিক্ষিত চলচ্চিত্র পরিচালক সৌরভ কান্তি দত্ত তাঁর দু'দশক ব্যাপী কর্মজীবনে বিভিন্ন ধারার চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের পাশাপাশি টেলিভিশন ও বিনোদন জগতেও কাজ করেছেন। একজন ইন্টারসেক্স (আন্তঃলিঙ্গ) ফুটবল খেলোয়াড়ের বিপন্নতা, আকাঙ্ক্ষা এবং সাফল্য ঘিরে, ফারহা খাতুন এবং শতরূপা সাঁতরার সঙ্গে সহপরিচালনায়, তাঁর তৈরি প্রথম তথ্য...
সৌরভ নিজের ছবির সম্পাদনার কাজে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি খ্যাতনামা পরিচালক সৌরভ ষড়ঙ্গীর সাম্প্রতিকতম তথ্যচিত্র 'দ্য টাইগার আর্মি'র (২০২৩) সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন।