তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

অনির্বাণ দত্ত (১৯৭৫- বর্তমান)

অনির্বাণ দত্ত
(১৯৭৫- বর্তমান)

ত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের নির্দেশনা ও চিত্রনাট্য রচনা বিভাগের বর্তমান প্রধান অনির্বাণ দত্তের জন্ম বরানগরের এক শিক্ষিত, সংস্কৃতি-মনস্ক পরিবারে। তাঁর বাবা, অশোক কুমার দত্ত, ছিলেন ভারতের কম্পিউটার বিজ্ঞানীদের প্রথম প্রজন্মের একজন। তাঁর মা, শুভ্রা দত্ত, ছিলেন একজন গণিতজ্ঞ। দত্ত বরাবরই লেখালেখিতে আগ্রহী ছিলেন। পদার্থবিদ্যা চর্চা ছে...

ডিপ ফোকাস

    • ভুলতির খেরো/ক্রনিকল অফ অ্যান অ্যামনেসিয়াক
    ব্রিটিশ সাম্রাজ্যকালে 'ক্যালকাটা' কে বলা হত 'ফ্লাওয়ার অফ বেঙ্গল'। ৯২ বছর বয়সী এক স্বাধীনতা সংগ্রামীর স্মৃতি অবলম্বনে, পরিচালক অনির্বাণ দত্ত হারিয়ে যাওয়া সেই সময় এবং পরিবেশের নিদর্শনগুলি...

চিত্রপঞ্জী
    • হিয়ার ইজ মাই নকটার্ন (২০০৪)
    • টেট্রিস (২০০৬)
    • .ইন ফর মোশন (২০০৮)
    • বম/ওয়ান ডে অ্যাহেড অফ ডেমোক্রেসি (২০১১) (প্রযোজক) 
    • ওয়েস্টেড (২০১২)
    • কালীক্ষেত্র (২০১৮)
পুরস্কার
    • "ভুলতির খেরো/ক্রনিকল অফ অ্যান অ্যামনেসিয়াক" (২০০৭) এনএইচকে জাপানের (টিভি২) পৃষ্ঠপোষকতায় নির্মিত  এবং "কলকাতার এক অনবদ্য উপস্থাপনা"র জন্য এটি ৫৫-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে রজত কমল পায়। ফিল্মটির কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মানপত্র অনুযায়ী এটি " যেভাবে দৃশ্য, শব্দ, গন্ধ, গল্প, স্মৃতি ও পৌরাণিক কাহিনীকে তুলে ধরেছে তা একাধারে বাস্তব এবং জাদুময়"। 
    • এছাড়াও, ফিল্মটি ত্রিবান্দ্রমে ২০০৭ সালে অনুষ্ঠিত সাইনসে জন অ্যাব্রাহাম ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ডকুমেন্টারি পুরস্কার পায়।
    • ".ইন ফর মোশন" ৫৭-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে "নগরাঞ্চলে উন্নয়নের নামে অর্থহীনভাবে কৃষিজমি গ্রসনের পরিপ্রেক্ষিতে নগরজীবনে আসা পরিবর্তনকে তুলে ধরেছে" বলে পরিবেশ/সংরক্ষণ বিভাগে সেরা ছবি এবং সেরা কৃষি-সংক্রান্ত ছবি হিসেবে রজত কমল পেয়েছে। 
    • ত্রিবান্দ্রমে র আইডিএসএফএফকে-তে ."ইন ফর মোশন" স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পায়। 
    • অনির্বাণ দত্ত প্রযোজিত "বম/ওয়ান ডে অ্যাহেড অফ ডেমোক্রেসি"র ৫৯-তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে রজত কমল পায়। তিনি প্রযোজক হিসেবে রজত কমল পান। 
    • এছাড়াও "বম" সিনেমা অফ রেজিস্ট্যান্স বিভাগে জন অ্যাব্রাহাম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। 
    • এমআইএফএফ, মুম্বাইতে স্পেশ্যাল মেনশন হয় "বম"। 
    • "ওয়েস্টেড" জন অ্যাব্রাহাম ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্পেশ্যাল জুরি পুরস্কার পেয়েছে। এফএফএসআই সাউদার্ন চ্যাপ্টার আয়োজিত সাইনস ফেস্টিভ্যালে দেওয়া হয়েছিল।  
পুনশ্চ

চিত্রপরিচালক হওয়ার পাশাপাশি অনির্বাণ দত্ত একজন সক্রিয় ভিশ্যুয়াল আর্টিস্ট। তিনি কলকাতা পারফর্মার্স ইন্ডিপেন্ডেন্ট নামক শিল্পী সমবায়ের অন্যতম প্রতিষ্ঠাতা। বিড়লা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, স্টুডিও ২১ কলকাতা, ওপেন শো ইন্টারন্যাশনাল (পুনে চ্যাপ্টার), দিল্লির খোজ ইন্টারন্যাশনাল আর্টিস্টস কোলাবরেটিভ, দিল্লি এবং ভুবনেশ্বরের বসুধা শিল্প মেলার মতন বিভিন্ন প্রদর্শনালয়ের সহযোগিতায় সমবেত প্রদর্শনী করেছেন। বিগত এক দশক ধরে তিনি পারফরম্যান্স ডকুমেন্টেশন নিয়ে কাজ করেছেন এবং এই বিষয়ের উপযোগী নিজস্ব ভাষা ও তত্ত্ব প্রবর্তন করেছেন। তিনি কেআইপিএফের গত পাঁচটি এডিশনে ডকুমেন্টেশন টিমকে পরিচালনা করেছেন। 

ফটো গ্যালারি