সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের নির্দেশনা ও চিত্রনাট্য রচনা বিভাগের বর্তমান প্রধান অনির্বাণ দত্তের জন্ম বরানগরের এক শিক্ষিত, সংস্কৃতি-মনস্ক পরিবারে। তাঁর বাবা, অশোক কুমার দত্ত, ছিলেন ভারতের কম্পিউটার বিজ্ঞানীদের প্রথম প্রজন্মের একজন। তাঁর মা, শুভ্রা দত্ত, ছিলেন একজন গণিতজ্ঞ। দত্ত বরাবরই লেখালেখিতে আগ্রহী ছিলেন। পদার্থবিদ্যা চর্চা ছে...
চিত্রপরিচালক হওয়ার পাশাপাশি অনির্বাণ দত্ত একজন সক্রিয় ভিশ্যুয়াল আর্টিস্ট। তিনি কলকাতা পারফর্মার্স ইন্ডিপেন্ডেন্ট নামক শিল্পী সমবায়ের অন্যতম প্রতিষ্ঠাতা। বিড়লা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, স্টুডিও ২১ কলকাতা, ওপেন শো ইন্টারন্যাশনাল (পুনে চ্যাপ্টার), দিল্লির খোজ ইন্টারন্যাশনাল আর্টিস্টস কোলাবরেটিভ, দিল্লি এবং ভুবনেশ্বরের বসুধা শিল্প মেলার মতন বিভিন্ন প্রদর্শনালয়ের সহযোগিতায় সমবেত প্রদর্শনী করেছেন। বিগত এক দশক ধরে তিনি পারফরম্যান্স ডকুমেন্টেশন নিয়ে কাজ করেছেন এবং এই বিষয়ের উপযোগী নিজস্ব ভাষা ও তত্ত্ব প্রবর্তন করেছেন। তিনি কেআইপিএফের গত পাঁচটি এডিশনে ডকুমেন্টেশন টিমকে পরিচালনা করেছেন।