তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র অধ্যয়ন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পড়ে শ্রীময়ী "বিপ্লব পরবর্তী ইরানি সিনেমায় নির্বাসিত চলচ্চিত্র নির্মাতার ভূমিকা" বিষয়ে পিএইচডি শুরু করেন। তাঁর নির্মিত কাহিনী-চিত্রের সমদৈর্ঘ্যের বহুল প্রশংসিত তথ্যচিত্র, অ্যান্ড টুওয়ার্ডস হ্যাপি অ্যালিস (বে কুচিয়ে খোসবাখত), ইরানের সাথে এই গ...
ইরানি সিনেমার উদ্দেশ্যে এক প্রেমপত্র এবং সেখানকার প্রাত্যহিক বিধিনিষেধের বিরুদ্ধে স্থানীয় নারী ও পুরুষদের লড়াইয়ের উপাখ্যান হবার পাশাপাশি এই তথ্যচিত্রে রাইনোপ্লাস্টি এবং পার্সি মানুষদের নিখুঁত নাকের প্রতি আকর্ষণ বিষয়ে একটি মজাদার এবং অন্তরঙ্গ অধ্যায় দৃশ্যায়িত হয়েছে।