তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

শঙ্খ (১৯৭৫ -বর্তমান)

শঙ্খ
(১৯৭৫ -বর্তমান)

ঙ্খজিৎ বিশ্বাস (পর্দায় 'শঙ্খ' নামে পরিচিত) সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের একজন প্রাক্তনী। ২০০২-০৫ সাল পর্যন্ত তিনি সেখানে চলচ্চিত্র সম্পাদনা নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে এসআরএফটিআইয়ের একই বিভাগে অধ্যাপনার কাজে যোগ দেন। ফলে এই প্রতিষ্ঠানের সাথে তাঁর সম্পর্কে এক নতুন মাত্রা যোগ হয়। কৃষ্ণনগরে তাঁর ঠাকুরদা এবং জেঠার একটা সিন...

ডিপ ফোকাস

    • দুই ধুরানির গল্প/ ইন-বিটুইন ডেইজ
    তাঁর প্রথম তথ্যচিত্র। ৫৮ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটির বিষয়বস্তু অল্পবয়স থেকে সমাজের রক্তচক্ষুর সাথে দুই রূপান্তরকামী বন্ধুর লড়াই। মরমিয়া পিকচার্স সংস্থার ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজনার দায়ি...

চিত্রপঞ্জী
    • দুই ধুরানির গল্প/ ইন-বিটুইন ডেইজ (২০১২) 
    • দ্য উইন্ড ইন দ্য মারুয়া ফিল্ড (২০১৬)
    • অর্ধনারীশ্বর (২০১৬)
    • লোংরা (২০১৯)
    • হৃদয় বসত/ আ হোম ফর মাই হার্ট (২০২২)
পুরস্কার
    • 'দুই ধুরানির গল্প/ ইন-বিটুইন ডেইজ' ২০১৪ সালে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা তথ্যচিত্রের পুরস্কার পায়। 
    • ২০১৯ সালে কেরালার ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে 'লোংরা' বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার পায়। 
    • 'হৃদয় বসত/ আ হোম ফর মাই হার্ট' ২০২২ সালে কেরালার সাইনস ফিল্ম ফেস্টিভ্যালে জুরিস স্পেশ্যাল  মেনশন পেয়েছিল। 
    • শঙ্খ তিনবার মণিপুর স্টেট অ্যাওয়ার্ড ফর বেস্ট এডিটিং পেয়েছেন 'ফুম শাং', 'পাবুং শ্যাম' এবং 'আয়রন উওম্যান অফ মণিপুরের' জন্য। 

পুনশ্চ

২০১০ সালে বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাসে (বার্লিন চলচ্চিত্র উৎসব) যোগ দেবার জন্য ভারতবর্ষ থেকে শঙ্খকে বেছে নেওয়া হয়েছিল। তিনি বলেছেন, "শুধু প্রশিক্ষকদের থেকেই নয় আমার সাথে নানা দেশের অন্য যেসব চলচ্চিত্রকার যোগদান করেছিলেন, তাঁদের থেকেও আমি অনেক কিছু শিখেছি। সেখান থেকেই নিজের ছবি বানানোর অনুপ্রেরণা পেয়েছিলাম। সেই বছরেই আমি দুই ধুরানির গল্পের শ্যুটিং শুরু করি। দু'বছর বাদে ফিল্মটি সম্পূর্ণ হয়।”