শঙ্খজিৎ বিশ্বাস (পর্দায় 'শঙ্খ' নামে পরিচিত) সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের একজন প্রাক্তনী। ২০০২-০৫ সাল পর্যন্ত তিনি সেখানে চলচ্চিত্র সম্পাদনা নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে এসআরএফটিআইয়ের একই বিভাগে অধ্যাপনার কাজে যোগ দেন। ফলে এই প্রতিষ্ঠানের সাথে তাঁর সম্পর্কে এক নতুন মাত্রা যোগ হয়। কৃষ্ণনগরে তাঁর ঠাকুরদা এবং জেঠার একটা সিন...
২০১০ সালে বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাসে (বার্লিন চলচ্চিত্র উৎসব) যোগ দেবার জন্য ভারতবর্ষ থেকে শঙ্খকে বেছে নেওয়া হয়েছিল। তিনি বলেছেন, "শুধু প্রশিক্ষকদের থেকেই নয় আমার সাথে নানা দেশের অন্য যেসব চলচ্চিত্রকার যোগদান করেছিলেন, তাঁদের থেকেও আমি অনেক কিছু শিখেছি। সেখান থেকেই নিজের ছবি বানানোর অনুপ্রেরণা পেয়েছিলাম। সেই বছরেই আমি দুই ধুরানির গল্পের শ্যুটিং শুরু করি। দু'বছর বাদে ফিল্মটি সম্পূর্ণ হয়।”