ব্রিটেনের লেইশেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশন-সহ স্নাতকোত্তর পাশ করেছিলেন গার্গী সেন। আমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন থেকে ভিজুয়াল কমিউনিকেশনে স্নাতকোত্তর, ২০১১-১২ সালের ক্লোর লিডারশিপ প্রোগ্রামের তরফে ক্লোর ফেলোশিপ পেয়েছেন। ব্রিটেনের টেট গ্যালারির শিক্ষণ বিভাগে পাঁচ মাস সেকেন্ডমেন্ট হিসেবে অধ্যাপনা করেছেন। ২০১৬ সালে ফুলব্রাইট নেহরু ফেল...
২০০৫ সাল থেকে ভারতে তথ্যচিত্র ডিস্ট্রিবিউট বা পরিবেশনার উদ্যোগ নেন গার্গী। এই ক্ষেত্রে তিনি পথিকৃৎ। তিনি জানাচ্ছেন, “আমার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল পুরনো ছবি সর্বসাধারণের সামনে প্রদর্শনের জন্য ফিরিয়ে নিয়ে আসা। এই লক্ষ্যে আমায় বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হতে হয়। তাঁদের সঙ্গে আমরা মউ চুক্তি স্বাক্ষর করে তাঁদের ছবির ক্যাটালগ অধিগ্রহণ করি পরিবেশনার জন্য। আগামী কিছু বছরের মধ্যে এই সমস্ত ছবি তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেলে তুলতে তাঁদের রাজি করাই আমরা। দূরদর্শনকে তাদের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলি ডিভিডি ফরম্যাটে বিক্রি করার জন্যও উৎসাহ দিয়েছিলাম। একইভাবে, ফিল্মস ডিভিশনকে তাদের ছবির ভাণ্ডার ডিজিটাল ফরম্যাটে আনা এবং ডিভিডি হিসেবে বিক্রয়যোগ্য করার ক্ষেত্রেও রাজি করাতে পেরেছি।
গবেষণা: গীতি সায়গল