তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

তপন সিংহ (১৯২৪-২০০৯)

তপন সিংহ
(১৯২৪-২০০৯)

ভারতে তথ্যচিত্রর ক্ষেত্রে প্রখ্যাত চলচ্চিত্রকার তপন সিংহর অবদান বিস্তারিত ভাবে আলোচিতই হয় না। জগদীশচন্দ্র বসু (১৯৫৯) নামে, ফিল্ম ডিভিশন অফ ইন্ডিয়ার, একটি তথ্যচিত্রর স্ক্রিপ্ট এবং প্রযোজনা করেন তিনি। পরিচালক ছিলেন পীযূষ বসু। তিনি আবার তপন সিংহর সহকারীর কাজ করতেন। ছবিটি তপন সিংহর ভাবনাসঞ্জাত এক সৃষ্টিশীল সন্নিবেশ। ১৯৬২র ইন্দো-চীন যুদ্ধর প্রেক্ষাপটে আমার দেশ করেছিলেন তপন সিংহ দেশাত্মবোধ জাগরণের জন্যে। তিনি নিজেই পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনায় একটি তথ্যচিত্র বানিয়েছিলেন, এইডস সচেতনতার প্রসারে, অজানা শত্রু।

চিত্রপঞ্জী
    • আমার দেশ (১৯৬২) 
    • অজানা শত্রু (১৯৯৪)
ফটো গ্যালারি