তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

সুপ্রিয় সেন (১৯৬৭ - বর্তমান)

সুপ্রিয় সেন
(১৯৬৭ - বর্তমান)

ট্যাংরা ব্লুজ-এর মতো কাহিনিচিত্র পরিচালনার পাশাপাশি সুপ্রিয় সেন ওয়েট আনটিল ডেথ, দ্য নেস্ট, ওয়ে ব্যাক হোম, হোপ ডাইজ লাস্ট ইন ওয়ার, ওয়াঘা এবং সুইমিং থ্রু দ্য ডার্কনেস-এর মতো তথ্যচিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। সুপ্রিয় তাঁর ছবির জন্য বার্লিন, কারলোভি ভ্যারি, বিলবাও, ক্র্যাকো, ট্যাম্পারে, হামবুর্গ, উপসালা, মুনস্টার, হিউয়েস্কা, আবু ধাবি, দামাস্ক...

ডিপ ফোকাস

    ওয়েট আনটিল ডেথ

    জার্নালিজমে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করার পর সুপ্রিয় তরুণদের নিয়ে একটি দল তৈরি করেন যাঁরা কলকাতার কাছাকাছি একটি পাথর-ভাঙার কারখানা কর্তৃক জেনোসাইডের কেস নিয়ে তদন্ত করেন। এর ফল তাঁর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ- ওয়েট আনটিল ডেথ। এটি এক...

চিত্রপঞ্জী

    (শুধু নন–ফিকশন)

    • ওয়েট আনটিল ডেথ (১৯৯৫) 
    • ড্রিমস অফ হানিফ (১৯৯৭) 
    • দ্য নেস্ট (২০০০) 
    • ওয়ে ব্যাক হোম (২০০৩)
    • হোপ ডাইজ লাস্ট ইন দ্য ওয়ার (২০০৭)
    • রূপবান- দ্য বিউটিফুল (২০০৮) 
    • ওয়াঘা (২০০৯)
    • গেমস অ্যান্ড পিস (২০১১)
    • নিউ গিফ্ট (২০১২)
    • আনফোল্ডিং দ্য পট স্টোরি (২০১৩) 
    • লেট দেয়ার বি লাইট (২০১৬) 
    • আওয়ার গ্র্যান্ডফাদারস হোম (২০১৭)
    • সুইমিং থ্রু দ্য ডার্কনেস (২০১৮) 
    • ওয়েস্ট ব্যান্ড (২০১৯)
পুরস্কার
    • সুপ্রিয়র দ্য নেস্ট  পরিবেশ সংরক্ষণের বিষয়ে সেরা ছবির পুরস্কার জেতে ৪৮ তম জাতীয় পুরস্কারে ২০০১ সালে। মেদিনীপুরের যতীন মাহাতোর যন্ত্রণা এবং অনমনীয় মনোভাব,  পরিবেশরক্ষক হিসেবে পরিযায়ী বিপন্ন পাখিদের বাঁচানোর লড়াইকে তুলে ধরে এ ছবি।  ছবিটি সেরা তথ্যচিত্র হিসেবে বিএফজেএ পুরস্কার জিতেছিল এবং ইন্ডিয়ান প্যানোরামাতেও গিয়েছিল। ওয়ে ব্যাক হোম কমনওয়েলথ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা তথ্যচিত্র হিসেবে বিবিসি অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছিল, ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড গোল্ডেন কঞ্চে বেস্ট লং ডকুমেন্টরি হিসেবে এবং  সেরা ছবি হিসেবে মুম্বই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জেতে। এটি  সামাজিক বিষয়ের ওপর সেরা তথ্যচিত্র হিসেবে ৫১ তম জাতীয় পুরস্কারে ট্রফি জেতে। এ এক অসাধারণ যাত্রা  দেশভাগে হারানো জন্মভূমির দিকে। একটি পরিবার পার্টিশনের সময় ইস্ট পাকিস্তান থেকে বিতাড়িত হয়, পঞ্চাশ বছর পর তাদের জন্মভূমির দিকে আবার যাত্রা করে। এই জার্নির গল্প ধীরে ধীরে পরিণত হয় বেদনাদায়ক স্মৃতি, হারানো সম্পর্ক এবং দেশভাগের উন্মাদনায় - সব ধরা পড়ে একটি ব্যক্তিগত ন্যারেটিভে। এই ছবিটি বিএফজেএ ক্রিটিকস অ্যাওয়ার্ড পায় সেরা পরিচালনার জন্য।
    • হোপ ডাইজ লাস্ট ইন দ্য ওয়ার জাতীয় পুরস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জেতে। প্রযোজক ও পরিচালক হিসেবে সুপ্রিয় দু'টি স্বর্ণ কমল পান। বলা হয়েছিল এই পুরস্কার দেওয়া হয়েছে "অচেনা দেশে জেলে বসে আছেন যাঁরা, তাঁদের জটিলতা আর চাপা পড়া স্বরকে খোঁজা্র মতো একটি সংবেদনশীল বিষয় এই ছবি তুলে ধরে। এক দুঃসময়ে দাঁড়িয়ে আশার আলো দেখায় নিরাশার বিরুদ্ধে"। সৈকত রায় সেরা সম্পাদনার জন্য রজতকমল পান অতীত ও বর্তমানের বিভিন্ন দৃশ্যপটকে সুন্দর করে মিশিয়ে দেওয়ার জন্য, এবং মসৃণ ভাবে বিভিন্ন ছবি ব্যবহার করার জন্য। এই ছবি ইন্ডিয়ান ডকুমেন্টরি প্রোডিউসারস অ্যাসোসিয়েশনস (আইডিপিএ) গোল্ড অ্যাওয়ার্ড জিতেছিল সেরা সিনেমাটোগ্রাফির জন্য।
    • সুইমিং থ্রু দ্য ডার্কনেস রজত কমল জেতে সেরা অ্যাডভেঞ্চার ফিল্ম (স্পোর্টস নিয়ে) হিসেবে ৬৬তম জাতীয় পুরস্কারে। এটি সত্যজিৎ রায় গোল্ডেন অ্যাওয়ার্ড বেস্ট ডকুমেন্টরি হিসেবে জেতে ২য় সাউথ এশিয়ান শর্ট অ্যান্ড ডকুমেন্টরি ফেস্টিভ্যালেও। এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ২০১৯ বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবং ছবিটি ৫০টি আনমিসেবেল ফিল্ম অফ ইয়ারের তালিকাভুক্ত হয়েছিল asainfilmfestivasl.com-এ।
    • ওয়াঘা বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে বার্লিন টুডে  পুরস্কার  জেতে, সেরা স্বল্প দৈর্ঘ তথ্যচিত্রের পুরস্কার জেতে কার্লোভি ভেরি ফিল্ম ফেস্টিভ্যালে, গ্র্যান্ড প্রিক্স বিলবাও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, বেস্ট শর্ট ডকুমেন্টরি আবু ধাবি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, ডিপ্লোমা অফ অনার ক্র্যাকাও ফিল্ম ফেস্টিভ্যালে,  ট্যাম্পারে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের পুরস্কার, সেরা তথ্যচিত্র ন্যাশনাল জিওগ্রাফিক  পুরস্কার , ফ্লিকারফেস্ট, সেরা তথ্যচিত্র সাগুইনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে, সেরা তথ্যচিত্র  পুরস্কার  হার্ট অফ গোল্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, জুরি অ্যাওয়ার্ড কর্টো টোকিওতে, অনারেবেল মেনশন রিভার রান ফিল্ম ফেস্টিভ্যালে, বেস্ট শর্ট ডকুমেন্টরি এবং ইয়ং জুরি  পুরস্কার  ফেইতো ডক ফেস্ট, বেস্ট ফরেন ফিল্ম হিউম্যান রাইটস আর্ট অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়াতে, সেরা তথ্যচিত্র  পুরস্কার ডকুআর্তে, জারেব, জুরিস স্পেশাল মেনশন হুইয়েস্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, অনারারি মেনশন এক্সগ্রাউন্ড ফিধ্ম ফেস্টিভ্যাল, উইসবাডেনে জিতেছে। 
পুনশ্চ

সুপ্রিয় জানিয়েছেন," ওয়াঘা দেখার পর জার্মান চিত্রনির্মাতা উইম ওয়েন্ডার্স বলেছিলেন 'এটি সেই দেওয়াল যা মানুষকে আলাদা করে রাখে তার বিরুদ্ধে ম্যানিফেস্টো'। ওয়ে ব্যাক হোম প্রথম ভারতীয় ডকুমেন্টরি যা কর্মাশিয়ালি রিলিজ করা হয়েছিল। প্রবাদপ্রতিম পরিচালক মৃণাল সেন বলেছিলেন 'ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম আই হ্যাভ এভার সিন'। ফ্রেঞ্চ ডকুমেন্টরিয়ান নিকোলাস ফিলবার্ট বর্ণনা করেছিলেন একে 'পিওর সিনেমা' বলে।" গবেষণা: দীপাঞ্জনা সরকার

ফটো গ্যালারি