তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

শুভা দাস মল্লিক (১৯৫৮-বর্তমান)

শুভা দাস মল্লিক
(১৯৫৮-বর্তমান)

কজন স্বাধীন চিত্রনির্মাতা শুভা দাস মল্লিক আলিয়া বিশ্ববিদ্যালয় ও মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে কর্মরত। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৯-র ফিজিক্স পোস্টগ্র্যাজুয়েট শুভা ফিল্ম প্রোডাকশনের ওপর ডিপ্লোমা করেছিলেন জেভিয়ার ইন্সটিটিউট অফ কমিউনিকেশন (মুম্বই) থেকে ১৯৮৯ সালে। ১৯৮৩ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি মুম্বইয়ের সেন...

ডিপ ফোকাস

    • বীরভূম টেরাকোটা
    ইএমআরসি কলকাতা কর্তৃক প্রযোজিত এই ২০মিনিটের ডকুমেন্টরি নির্মিত হয় বীরভূমের টেরাকোটা মন্দিরের ওপর। ক্যামেরার কাজ করেছেন বিরেন্দর টোপ্পো। লোকেশন সাউন্ডে ছিলেন পিউ সুর এবং সম্পাদ...

চিত্রপঞ্জী
    • বীরভূম টেরাকোটা (১৯৯৮)
    • দ্য সিঙ্গুলারিটি অফ অমল রয় চৌধুরী (১৯৯৭)
    • ট্রায়াল বাই ফায়ার (২০০২)
    • দ্য ফিনিক্স (২০০৫)
    • চিলড্রেন অ্যাক্রস দ্য ফেন্স (২০০৭)
    • ইনিশিয়েটিং রেসপন্সেস (২০০৮)
    • ডুয়িং নেতাজীস ওয়ার্ক (২০০৯)
    • ক্রসউইন্ডস ওভার ইচ্ছামতী (২০১২)
    • মিস্টিক অফ মুর্শিদাবাদ (২০১৩)
    • রিমেমবারিং অ্যান একজেম্পলার (২০১৪)
    • ইনহেরিটেন্স (২০১৫)
    • এ স্ট্রিট এ স্কুল এ সোজোর্ন (২০১৫)
    • ক্যালকাটা সোনাটা (২০১৮)
    • প্রমিসিং প্লাস্টিক পলিমারস (২০১৯)
    • ডোয়েলিং ইন ট্র্যাভেলিং (২০১৯)
    • সিটি সিম্ফোনিস (২০২২)
পুরস্কার
    দ্য সিঙ্গুলারিটি অফ অমল রায় চৌধুরী বেস্ট প্রোগ্রাম ফর টিচার্স অ্যাওয়ার্ড ইউজিসি সিইসি ভিডিও ফেস্ট ১৯৯৮ জিতেছিল। ১৯৯৯ সালে শুভা বীরভূম টেরাকোটা-র জন্য বেস্ট ফরমেটিভ রিসার্চ অ্যাওয়ার্ড ইউ জি সি সিইসি ভিডিও ফেস্ট পান। ২০১০-এ সাউন্ড ও ইমেজের জন্য ইউ জি সি সিইসি ভিডিও ফেস্টে বেস্ট প্রোগ্রাম অফ দ্য ইয়ার পান। ২০১১ সালে হিস্টোরি অফ সাউন্ড রেকর্ডিং ওয়ান অ্যান্ড টু - বিজ্ঞান চলচ্চিত্র চেন্নাইয়ে সাইটেশনের জন্য পুরস্কৃত হন। ২০১৮ তে ক্যালকাটা সোনাটা হায়দ্রাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টরি এবং সত্যজিৎ রে সিলভার অ্যাওয়ার্ড প্রথম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে জেতে। এই ছবি ইউ জি সি সিইসি অ্যাওয়ার্ড বেস্ট প্রোগ্রাম অফ দ্য ইয়ার ২০১৯ জেতে। শিলিগুড়ি ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টরি অফ দ্য ইয়ার ২০১৯-ও জেতে। শুভা প্রমিসিং প্লাস্টিক পলিমারস-এর জন্য ব্রোঞ্জ বিভার পুরস্কার জেতেন জানুয়ারি, ২০১৯ ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যালে।
পুনশ্চ

দরিদ্রসীমার নীচের শিশুদের জন্য তিনি ছয় দিনের ফিল্ম তৈরির ওয়ার্কশপ করেছেন। ওয়ার্কশপের শেষে ছ'টি ছবি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর তৈরি হয়েছিল। ২০১৫ তে ডিজিটাল ফটোগ্রাফির ওপর দশটা ওয়ার্কশপ দরিদ্রসীমার নীচে শিশুদের জন্য পরিচালনা করেছেন। যে ছবিগুলি বাচ্চারা তুলেছিল তা 'ক্রিয়েচারস ইন দ্য কংক্রিট জাঙ্গল' নামে প্রদর্শনীতে দেখানো হয়েছে। ২০১১ থেকে তিনি বিচিত্র পাঠশালার ফাউন্ডার সেক্রেটারি, একটি সংস্থা যা চলমান ছবি কাজে লাগিয়ে শিক্ষাকে তুলে ধরতে চায়। কলকাতার পঁচিশটি স্কুল নিয়ে তিনি দীর্ঘ এক বছরের একটি প্রজেক্ট করছেন যার নাম 'দ্য ম্যাজিক অফ মাই স্কুশ'।

ফটো গ্যালারি