একজন স্বাধীন চিত্রনির্মাতা শুভা দাস মল্লিক আলিয়া বিশ্ববিদ্যালয় ও মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে কর্মরত। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৯-র ফিজিক্স পোস্টগ্র্যাজুয়েট শুভা ফিল্ম প্রোডাকশনের ওপর ডিপ্লোমা করেছিলেন জেভিয়ার ইন্সটিটিউট অফ কমিউনিকেশন (মুম্বই) থেকে ১৯৮৯ সালে। ১৯৮৩ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি মুম্বইয়ের সেন...
দরিদ্রসীমার নীচের শিশুদের জন্য তিনি ছয় দিনের ফিল্ম তৈরির ওয়ার্কশপ করেছেন। ওয়ার্কশপের শেষে ছ'টি ছবি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর তৈরি হয়েছিল। ২০১৫ তে ডিজিটাল ফটোগ্রাফির ওপর দশটা ওয়ার্কশপ দরিদ্রসীমার নীচে শিশুদের জন্য পরিচালনা করেছেন। যে ছবিগুলি বাচ্চারা তুলেছিল তা 'ক্রিয়েচারস ইন দ্য কংক্রিট জাঙ্গল' নামে প্রদর্শনীতে দেখানো হয়েছে। ২০১১ থেকে তিনি বিচিত্র পাঠশালার ফাউন্ডার সেক্রেটারি, একটি সংস্থা যা চলমান ছবি কাজে লাগিয়ে শিক্ষাকে তুলে ধরতে চায়। কলকাতার পঁচিশটি স্কুল নিয়ে তিনি দীর্ঘ এক বছরের একটি প্রজেক্ট করছেন যার নাম 'দ্য ম্যাজিক অফ মাই স্কুশ'।