তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

সৌরভ ষড়ঙ্গী (১৯৬৪-বর্তমান)

সৌরভ ষড়ঙ্গী
(১৯৬৪-বর্তমান)

সৌরভ ষড়ঙ্গী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনির্মাতা, যাঁর কাজ বার্লিন এবং বুসানে বহুল প্রশংসা পেয়েছে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং পুণের FTII-এর প্রাক্তন ছাত্র, বিলাল এবং মধ্যিখানে চর ছবির জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌরভ বিশ্বের নানা প্রান্তে কর্মশালা করিয়েছেন, বিচারক হিসেবে থেকেছেন একাধিক আন্তর্জাতিক জুরিতে। ১৯৯...

ডিপ ফোকাস

    • অফ পোয়েট্রি অ্যান্ড পিস
    রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ-সময় এবং তাঁর সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তি ছিল এই ছবির বিষয়। অশোক দাশগুপ্ত ক্যামেরা করেন, সম্পাদনা করেন সুমিত ঘোষ। রি-রেকর্ডিং করেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ছবিটি বাংলা সংস্করণের জ...

চিত্রপঞ্জী
    • অফ পোয়েট্রি অ্যান্ড পিস (১৯৯২) 
    • কোলাজ আর্ট অফ বাদল সরকার (১৯৯৬)
    • জু কিচেন (১৯৯৬)
    • ক্যালকাটা টাইম মেশিন (১৯৯৬)
    • দার্জিলিং ২৪ আওয়ারস (১৯৯৬)
    • টুসু কথা (১৯৯৭)
    • থার্স্ট অফ গড (১৯৯৭)
    • একটি গ্রামের গল্প (২০০১)
    • শুভার কথা (২০০৩)
    • আমাদের কথা (২০০৩)
    • দ্য ট্রেইল (২০০৫)
    • ভাঙন (২০০৬)
    • বিলাল (২০০৮)
    • মধ্যিখানে চর (২০১২)
    • কারবালা মেমোয়ার্স  (২০২০)
পুরস্কার
    • ভাঙন ২০০৬ সালে সেরা তথ্যচিত্র পরিচালকের জন্য BFJA পুরস্কার এবং ২০০৭ সালে মাদুরাই ওয়াটার ফিল্ম ফেস্টিভ্যালে সেরা তথ্যচিত্রের পুরস্কার পায়। ২০০৭ সালে দিল্লির সিএমএস বাতাবরণ-এর ‘ওয়াটার ফর অল’ বিভাগেও সেরা তথ্যচিত্র পায় ছবিটি। বিচারকের প্যানেলে ছিলেন শ্যাম বেনেগাল।
    • বিলাল ২০০৯ সালে যেসব পুরস্কার পায়: আল জাজিরা ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে স্বর্ণ পুরস্কার, ইয়ামাগাতা YIDFF-এ উৎকর্ষের পুরস্কার, ডকফেস্টে সেরা তথ্যচিত্র (বিভাগ: হরাইজনস), ZIFF-এ সেরা তথ্যচিত্র, ত্রিবান্দ্রমের IDSFFK-তে সেরা তথ্যচিত্র, উই কেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল এবং সিলভার এস লাস ভেগাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা তথ্যচিত্র, কিউবার Festival Intl. del Cine Pobre de Humberto Solás এবং সিলভার পাম মেক্সিকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশ্যাল জুরি পুরস্কার, লেবাননের ডকুডেজ্‌ বেইরুটে সেরা পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্র, অস্ট্রেলিয়ার অবার্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দর্শক পুরস্কার, জাপানের ইয়ামাগাতা YIDFF-এ কমিউনিটি সিনেমা অ্যাওয়ার্ড, মাদ্রিদের El Ojo Cojo-তে সেরা দীর্ঘ তথ্যচিত্র, ভারতের গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশ্যাল জুরি পুরস্কার। 
    • ২০১০ সালে, ছবিটি প্যারিসের জিঁ রুশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশ্যাল জুরি মেনশন এবং কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মুসলিম সিনেমা-তে সেরা তথ্যচিত্রের পুরস্কার পায়। ২০০৯ সালে ভারতের ৫৭তম জাতীয় পুরস্কারে সেরা নন-ফিচার ফিল্ম-এর শিরোপাও পায় এই ছবি। প্রযোজক ও পরিচালক হিসেবে দু’টি স্বর্ণকমল পান সৌরভ, “প্রতিবন্ধকতা যে জীবনের ওঠাপড়া সামলানোর ক্ষেত্রে কোনও বাধা নয়, সেই বার্তাকে অত্যন্ত কার্যকরভাবে ফুটিয়ে তোলার জন্য।” 
    • মধ্যিখানে চর (Char… the No-Man’s Island) ২০১২ সালে চিনের জি জেড ডক-এ গোল্ডেন কাপক অ্যাওয়ার্ড (সেরা পরিচালনা) এবং ইন্দোনেশিয়ার চপশটস্‌-এ সেরা তথ্যচিত্রের পুরস্কার জেতে। ২০১৩ সালে দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশ্যাল মেনশন এবং ভোপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশ্যাল জুরি মেনশন পায় এই ছবি। 
    • ছবিটি ২০১৩ সালে আর যে যে পুরস্কার পায়: মার্কিন যুক্তরাষ্ট্রের টিবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন রিল অ্যাওয়ার্ড (সেরা তথ্যচিত্র), মার্কিন যুক্তরাষ্ট্রের সোশ্যাল ইমপ্যাক্ট মিডিয়া অ্যাওয়ার্ড-এ (SIMA) সেরা ফিচার তথ্যচিত্র এবং প্রকরণগত উৎকর্ষের (Stylistic Achievement) জন্য সেরা পরিচালকের পুরস্কার, ইতালির তোরিনোয় অনুষ্ঠিত পরিবেশভিত্তিক ছবির উৎসব সিনেমামবিয়েন্তে-এ স্টুডেন্ট কাউন্সিল অ্যাওয়ার্ড, কেরালার ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার, ছায়া– ১৩, কেরালার ন্যাশনাল শর্টস অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ডস-এ সেরা তথ্যচিত্র বিভাগে দ্বিতীয় পুরস্কার, সেরা সম্পাদক, সেরা সিনেমাটোগ্রাফি, এবং সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কার, নেপালের FSA-তে ইউনিসেফ নেপাল পুরস্কার, ইন্টারন্যাশনাল টিভি ফেস্টিভ্যাল বার-এ সেরা ‘ভিজুয়াল আইডেন্টিটি’ (ফোটোগ্রাফি/এডিটিং), স্পেনের El Ojo Cojo-তে সেরা ফিচার পুরস্কার, আর্জেন্তিনার বুয়েনস আইরেসের সিনেমিগ্রান্তে IFF-এ স্পেশ্যাল মেনশন অফ জুরি, ইন্দোনেশিয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর এনভায়রনমেন্ট, হেল্‌থ অ্যান্ড কালচার-এ উৎকর্ষের পুরস্কার। 
    • ২০১২ সালে ভারতীয় সিনেমার উৎকর্ষকে সম্মান জানাতে আয়োজিত ৬০তম জাতীয় পুরস্কারে সেরা অ্যানথ্রোপলজিকাল/এথনোগ্রাফিক ছবির পুরস্কার জেতে। প্রযোজক ও পরিচালক হিসেবে দু’টি রজত কমল পেয়েছিলেন সৌরভ।  
    • ২০১৪ সালে ভারতের সিএমএস বাতাবরণে ‘উৎসবের সেরা’ পুরস্কার এবং মেক্সিকোর সিনেমা প্লানেতা-তে স্পেশ্যাল জুরি মেনশন পায় ছবিটি। এছাড়াও যেসব পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে: জার্মানির বার্লিনালে-তে CINEMA Fairbindet Award, তুরস্কের টিআরটি ডকুমেন্টারি অ্যাওয়ার্ড, এবং ২০২০ সালের জিএফএন অ্যাওয়ার্ড-এ ‘দশকের সেরা পরিবেশভিত্তিক ছবি’ বিভাগ। 
    • কারবালা মেমোয়ারস ২০২১ সালে চতুর্থ সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা তথ্যচিত্রের স্বর্ণ পুরস্কার জেতে। 
পুনশ্চ

১৯৯০ সালের অক্টোবরে নেলসন ম্যান্ডেলার কলকাতা সফরের সময় ভিভা ম্যান্ডেলা নামে একটি ছবি বানান সৌরভ। ম্যান্ডেলার ২৭ বছরের কারাবাস থেকে মুক্তির ঠিক পরে পরেই ছিল এই সফর। ছবিটি তাঁর সর্বপ্রথম ভারত সফরের একটি ডকুমেন্টেশন, যাতে ধরা আছে ইডেন গার্ডেনে ম্যান্ডেলাকে স্বাগত জানাতে জড়ো হওয়া হাজার হাজার মানুষের ভিড়ের ছবি। ১৩ মিনিটের এই ছবিটিতে ম্যান্ডেলার বর্ণবাদবিরোধী ভাষণের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকায় অশ্বেতাঙ্গ মানুষের প্রতি শোষণ-পীড়নের ফুটেজ। ছবিটি সম্পাদনা করেছিলেন সুদীপ্ত ভৌমিক। ক্যামেরা করেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রবীর রায় ও দেবব্রত বটব্যাল। অমর-সব্যসাচীর শ্যাডোগ্রাফ বা ছায়াশিল্পের ব্যবহার করা হয়েছিল এই ছবিটিতে।

ফটো গ্যালারি