সৌরভ ষড়ঙ্গী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনির্মাতা, যাঁর কাজ বার্লিন এবং বুসানে বহুল প্রশংসা পেয়েছে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং পুণের FTII-এর প্রাক্তন ছাত্র, বিলাল এবং মধ্যিখানে চর ছবির জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌরভ বিশ্বের নানা প্রান্তে কর্মশালা করিয়েছেন, বিচারক হিসেবে থেকেছেন একাধিক আন্তর্জাতিক জুরিতে। ১৯৯...
১৯৯০ সালের অক্টোবরে নেলসন ম্যান্ডেলার কলকাতা সফরের সময় ভিভা ম্যান্ডেলা নামে একটি ছবি বানান সৌরভ। ম্যান্ডেলার ২৭ বছরের কারাবাস থেকে মুক্তির ঠিক পরে পরেই ছিল এই সফর। ছবিটি তাঁর সর্বপ্রথম ভারত সফরের একটি ডকুমেন্টেশন, যাতে ধরা আছে ইডেন গার্ডেনে ম্যান্ডেলাকে স্বাগত জানাতে জড়ো হওয়া হাজার হাজার মানুষের ভিড়ের ছবি। ১৩ মিনিটের এই ছবিটিতে ম্যান্ডেলার বর্ণবাদবিরোধী ভাষণের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকায় অশ্বেতাঙ্গ মানুষের প্রতি শোষণ-পীড়নের ফুটেজ। ছবিটি সম্পাদনা করেছিলেন সুদীপ্ত ভৌমিক। ক্যামেরা করেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রবীর রায় ও দেবব্রত বটব্যাল। অমর-সব্যসাচীর শ্যাডোগ্রাফ বা ছায়াশিল্পের ব্যবহার করা হয়েছিল এই ছবিটিতে।