তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

শান্তি পি চৌধুরী (১৯২৯-১৯৮২ )

শান্তি পি চৌধুরী
(১৯২৯-১৯৮২ )

Photo courtesy: Behula Chowdhury

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীন তথ্যচিত্রনির্মাতাদের মধ্যে একজন শান্তি পি চৌধুরী। প্রথমে কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও পরে গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন। ব্রিটিশ ফিল্ম সোসাইট আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এরই মধ্যে ১৯৫৫-৫৭ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেন। ১৯৫৮ সালে কলকাতায় লিট্‌ল সিনেমা ফিল্ম ইউনিট স্থাপন করেন শান্তি, যারা...

চিত্রপঞ্জী
    • সংস অফ বেঙ্গল (১৯৫৭)
    • বিরসা অ্যান্ড দ্য ম্যাজিক ডল (১৯৫৮)
    • দেয়ার নিউ রুটস (১৯৫৯) 
    • রবীন্দ্রনাথের শান্তিনিকেতন (১৯৬০) 
    • লোকশিল্পে টেরাকোটায় রামায়ণ (১৯৬১) 
    • বাংলার মন্দিরে টেরাকোটা (১৯৬১) 
    • রবীন্দ্রনাথের চিত্রকলা (১৯৬২)
    • ইয়োর হোম ডিফেন্স: হোম গার্ডস্‌ (১৯৬৩)
    • দে মেট দ্য চ্যালেঞ্জ (১৯৬৩)
    • সায়েন্স ফর চিলড্রেন (১৯৬৩)
    • হ্যান্ডিক্রাফটস্‌ অফ আসাম (১৯৬৪)
    • টু লাইট আ ক্যান্ডল্‌ (১৯৬৪)
    • মাধবীর বিয়া (১৯৬৪)
    • ফোক ইনস্ট্রুমেন্টস্‌ অফ রাজস্থান (১৯৬৫)
    • সংস অফ পাঞ্জাব (১৯৬৫)
    • আ সিটি ইন হিস্ট্রি (১৯৬৬)
    • ক্যালকাটা (১৯৬৬)
    • ক্যালকাটা ইলেকট্রোসিনে (১৯৬৬)
    • টু শেয়ার অ্যান্ড টু লার্ন (১৯৬৭)
    • হ্যান্ডিক্রাফটস অফ রাজস্থান (১৯৬৭) 
    • বেনারসিজ সিক্রেট (১৯৬৮)
    • এন্টারটেইনারস অফ রাজস্থান (১৯৬৮)
    • হীরের প্রজাপতি (১৯৬৮)
    • সেক্যুলারিজম (১৯৬৯)
    • অ্যাকশন ফর ক্যালকাটা (১৯৭১)
    • অ্যান ইন্ডিয়ান জার্নি (১৯৭১)
    • বিজু ইন হায়দরাবাদ (১৯৭১)
    • সিডস অফ দ্য গ্রিন রেভোলিউশন (১৯৭১)
    • দি আদার ক্যালকাটা (১৯৭১)
    • ওয়ার্কিং টুগেদার (১৯৭১)
    • দক্ষিণ হরিয়ানা (১৯৭২)
    • গ্রিন হরাইজন (১৯৭২)
    • ইন্ডিয়ান এঞ্জিনিয়ারিং (১৯৭২)
    • আইটিসি টিউব: দ্য লাইফটাইমার (১৯৭২)
    • মুঘল গার্ডেনস পিঞ্জরে (১৯৭২)
    • আফটার টেন ইয়ার্স (১৯৭৩)
    • অ্যান এনভায়রনমেন্ট (১৯৭৩)
    • এশিয়া’৭২ (১৯৭৪)
    • আ পেইন্টার অফ আওয়ার টাইমস (১৯৭৪)
    • সার্চ ফর সেল্‌ফ-রিলায়েন্স (১৯৭৫)
    • উই আর বিল্ডিং অ্যান আইওএল পাইপলাইন ফর ইউ (১৯৭৬) 
    • পার্বতী (১৯৭৭)
    • বাংলার কবিগান (১৯৭৮)
    • দ্য ম্যাজিক হ্যান্ডস (১৯৭৮)
    • হুসেইন (১৯৮০)
    • পাহাড় থেকে শহর (১৯৮০)
    • রিজিয়ন অফ হারমনি (১৯৮০)
    • সেভেন (১৯৮০)
    • সুভো ঠাকুর (১৯৮১)
    • রেসিং ইন ইন্ডিয়া (১৯৮২)
পুনশ্চ

শান্তি ছোটদের জন্য দু’টি ছবি বানিয়েছিলেন: ডাকাতের হাতে বুলু এবং হীরের প্রজাপতি। হীরের প্রজাপতি-র চিত্রনাট্য লিখতে শান্তিকে সাহায্য করেছিলেন লীলা মজুমদার ও ঋত্বিক ঘটক।