অঞ্জন বসু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে ল'এর ডিগ্রি নেন। অনাদিনাথ বোসের প্রপৌত্র ও অজিত বোসের পুত্র, যাঁরা ছিলেন অরোরা ফিল্ম কর্পোরেশনের স্তম্ভস্বরূপ। অরোরা ভারতের পুরোনো সংস্থাগুলির অন্যতম ছিল ফিল্ম প্রযোজনা, পরিবেশনা এবং প্রদর্শনী হাউস হিসেবে, অঞ্জন এখন সেই অরোরা ফিল্ম কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর।
খুব কমসংখ্যক লোকেই জানেন অঞ্জনকে যৌবনে সিনেমা বানাতে বাধা দেওয়া হয়েছিল। তাঁর বাবার ওপরেও এই নিষেধাজ্ঞা ছিল। তিনিও অঞ্জনকে সিনেমা বানাতে দিতে চাননি। যদিও অঞ্জন তা মেনে নিতে রাজি ছিলেন না। শেষ অবধি তাঁর বাবা ১৯৮১ সালে গররাজি হন। তিনি ঠিক করেছিলেন তিনি পরীক্ষা করে দেখবেন একটি তথ্যচিত্র বানাতে শুধু সুর আর সাউন্ড এফেক্টস দিয়ে এবং কোনও ভয়েস ওভার না রেখে। অ্যান এনকাউন্টার ছিল এই পরীক্ষার ফসল।