তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
রুচির বড় হয়ে ওঠেন দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে। সময়কালটি ছিল ১৯৬০ থেকে ৭০ দশক। পেইন্টিং, ফটোগ্রাফি এবং লেখার প্রতি গভীর আসক্তি নিয়ে বড় হয়ে ওঠা রুচির সতেরো বছর বয়সে সিনেমার প্রতি আকৃষ্ট হন মিকেলেঞ্জেলো আন্তোনিওনি'র দ্য প্যাসেঞ্জার এবং সত্যজিৎ রায়ের কিছু ছবি দেখার পর। ১৯৭৭ সালে রুচির চিত্রবাণীর মিডিয়া কোর্সে ভর্তি হন, যেখানে শিক...
ফিল্মের কাজের পাশাপাশি রুচির ১৯৮৩ থেকে ফ্রিলান্স সাংবাদিক, কলামলিখিয়ে এবং প্রাবন্ধিক হিসেবে কাজ করেছেন। তাঁর কলাম দ্য টেলিগ্রাফ (ক্যালকাটা), দ্য হিন্দু (দিল্লি, চেন্নাই), দ্য টাইমস অফ ইন্ডিয়া ( বম্বে, অল ইন্ডিয়া), হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, এবং বিভিন্ন পত্রপত্রিকায় ভারত ও ভারতের বাইরে প্রকাশিত হয়েছে। গবেষণা: সুগত গুহ