তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

রুচির জোশী (১৯৬০-বর্তমান)

রুচির জোশী
(১৯৬০-বর্তমান)

রুচির বড় হয়ে ওঠেন দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে। সময়কালটি ছিল ১৯৬০ থেকে ৭০ দশক।  পেইন্টিং, ফটোগ্রাফি এবং লেখার প্রতি গভীর আসক্তি নিয়ে বড় হয়ে ওঠা রুচির সতেরো বছর বয়সে সিনেমার প্রতি আকৃষ্ট হন  মিকেলেঞ্জেলো আন্তোনিওনি'র দ্য প্যাসেঞ্জার এবং  সত্যজিৎ রায়ের কিছু ছবি দেখার পর। ১৯৭৭ সালে রুচির চিত্রবাণীর মিডিয়া কোর্সে ভর্তি হন, যেখানে শিক...

ডিপ ফোকাস

    • ইলেভেন মাইলস /এগারো মাইল
    'ইলেভেন মাইলস' একটা ফিল্ম ডায়েরি যা ১৯৮৮ থেকে ১৯৯০-এর প্রান্তিক বাংলার বাউলদের যাত্রাকে তুলে ধরে। এর ফলে যে কাজটা তৈরি হয় সেটা একটা মিউজিক্যাল পারফর্মেন্সকে ছাপিয়ে ...

চিত্রপঞ্জী
    • ইলেভেন মাইলস/ এগারো মাইল (১৯৯১) 
    • মেমোরিজ অফ মিল্ক সিটি (১৯৯১) 
    • টেলস ফ্রম প্ল্যানেট কলকাতা (১৯৯৩) 
    • ড্রিম বিফোর উইকেট (১৯৯৪) 
    • এ মার্সিডিজ ফর আশিস (২০০৫) 
    • মাই রিও, মাই টোকিও (২০১০)
পুরস্কার
    • 'ইলেভেন মাইলস/ এগারো মাইল'-এর জন্য প্রিক্স জরিস ইভেন্স, ফেস্টিভ্যালের দুটি প্রধান পুরস্কারের একটি সিনেমা দ্যু রিল, প্যারিস, ১৯৯১-এ। 
    • 'মেমোরিজ অফ মিল্ক সিটি '-এর জন্য ওবারহাউজেন ফিল্ম ফেস্টিভ্যালে ১৯৯২-এ প্রধান পুরস্কার। টেলস ওবারহাউজেন ফেস্টিভ্যালে ১৯৯৪-তে এফ সি সি আই জেতে। এটি জুরির স্পেশাল মেনশনের জন্য ম্যানহেইম ফিল্ম ফেস্টিভ্যালে ১৯৯৪ সালে পুরস্কার পায়।


পুনশ্চ

ফিল্মের কাজের পাশাপাশি রুচির ১৯৮৩ থেকে ফ্রিলান্স সাংবাদিক, কলামলিখিয়ে এবং প্রাবন্ধিক হিসেবে কাজ করেছেন। তাঁর কলাম দ্য টেলিগ্রাফ (ক্যালকাটা), দ্য হিন্দু (দিল্লি, চেন্নাই), দ্য টাইমস অফ ইন্ডিয়া ( বম্বে, অল ইন্ডিয়া), হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, এবং বিভিন্ন পত্রপত্রিকায় ভারত ও ভারতের বাইরে প্রকাশিত হয়েছে। গবেষণা: সুগত গুহ

ফটো গ্যালারি