তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

রাণু ঘোষ (১৯৬৫-বর্তমান)

রাণু ঘোষ
(১৯৬৫-বর্তমান)

রাণু ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক হওয়ার পর লন্ডনের টেলিভিশন ফর দ্য এনভায়রনমেন্ট বা TVE সংস্থা নির্মিত ও পরিচালিত একটি দু’বছরের কোর্স সম্পূর্ণ করেন, বিষয় ছিল সামাজিক বিকাশ বিষয়ক চিত্রনির্মাণ। তথ্যচিত্রের চিত্রগ্রাহক, পরিচালক এবং প্রযোজক হিসেবে দীর্ঘ কর্মজীবনে সেলুলয়েড ও ভিডিও— দুই ফরম্যাটেই কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। কাহিনিচিত্রের জ...

ডিপ ফোকাস

    • ক্লোজড অ্যান্ড সিক ইন্ডাস্ট্রি ইন বেঙ্গল
    টিভিই ও সেন্ডিট প্রযোজিত এই ৪০ মিনিটের তথ্যচিত্রটি পরিচালনা করেন রাণু। বিষয় ছিল বাংলার রুগ্ন শিল্পসমূহ। “আমরা তিনজনের একটা দল মিলে এই ছবিটি বানিয়েছিলাম,” জানাচ্ছেন তিনি।

চিত্রপঞ্জী
    • ক্লোজড অ্যান্ড সিক ইন্ডাস্ট্রি ইন বেঙ্গল (১৯৯৫) 
    • আদার ওয়েলথ (১৯৯৬)
    • ইন্ডিয়ান রেলওয়েজ ইন মনসুন (১৯৯৬)
    • কার্টেইন কল (২০০৪)
    • কোয়ার্টার নাম্বার ৪/১১ (২০১১) 
    • দ্য ম্যাগনিফিশেন্ট জার্নি: টাইমস অ্যান্ড টেলস অফ ডেমোক্রেসি (২০১৬) 
    • ডেয়ার টু ড্রিম (২০২২)
পুরস্কার
    • ২০০০ সালে বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের তরফে সেরা পরিচালকের পুরস্কার জেতেন।
    • ২০২২ সালে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যুরো অফ এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স-এর স্পনসর করা ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট জেতেন একমাত্র ভারতীয় চিত্রনির্মাতা হিসেবে।
পুনশ্চ

রাণু উত্তরকাশীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে পর্বতারোহণের অ্যাডভান্সড কোর্স সম্পূর্ণ করেছেন, একাধিক পর্বতারোহণ অভিযানে অংশও নিয়েছেন তিনি।  

ফটো গ্যালারি