তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

অমিতাভ চক্রবর্তী (১৯৫৯ - বর্তমান)

অমিতাভ চক্রবর্তী
(১৯৫৯ - বর্তমান)

ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের ফিল্ম এডিটিং-এর প্রাক্তন ছাত্র, চক্রবর্তী তাঁর ডেবিউ ফিচার ফিল্মটি পরিচালনা করেন ১৯৮৯ সালে, কাল অভিরাতি। এরপর তাঁর আগ্রহ যায় ডকুমেন্টরি বানানোর দিকে। ১৯৯৫ সালে দূরদর্শনের কমিশনে তিনি চারটে পার্টের একটি ভিডিও ডকুমেন্টরি সিরিজ বানান। এটি বাংলার লোকশিল্পের ওপর, যার মধ্যে বাংলার যাত্রা ও পটচিত্র ছিল। ১৯৯৬ সালে...

ডিপ ফোকাস

    • বিশার ব্লুজ
    বাংলার ইসলামি ফকিরদের নিয়ে একটি পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্র। ক্যামেরা বাংলা গ্রামাঞ্চলকে পরিক্রমা করে সেই পথ ধরে, যে পথে ইসলামি ফকিররা মারফাতের দিকে এগোন। ইসলামি শরিয়ত আইন পার্থিব জগত ও তার নীতিসমূহকে চালনা করে। মারফাত হল লুক্কায়িত জ্ঞান যার লক্ষ্য পার্থিব জগত থেকে মুক্ত হওয়া। সব ফকিররাই আল্লা, মহম্মদ, নবী এবং কোরানকে মেনে চলেন। কিন্তু তাঁরা এই তিনের সম্পর্ককে নিজেদের মতো বিচার করে ইসলাম নিয়ে এমন একটি কাহিনির বিন্যাস ঘটান যা কোনও একটি বিশেষ বিশ্বাসের প্রভুত্ব বা কর্তৃত্বমুক্ত হয়। এক একজন ফকির এই গল্পে তাঁদের নিজস্ব ধারণার মোচড় দিয়ে থাকেন। এই ছবিতে অমিতাভ দেখিয়েছেন কীভাবে একজন মানুষ নিজের ভাগ্যের একমাত্র নিয়ন্তা হয়ে ওঠেন।

চিত্রপঞ্জী
    • যাত্রা অফ বেঙ্গল (১৯৯৫) 
    • কিটস-মিটস (১৯৯৬)
    • বিশর ব্লুজ (২০০৬)
পুরস্কার
    বিশর ব্লুজ-এর  আমস্টারডামের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল, এছাড়াও অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল যেমন আইএফএফআই, মিউনিখ এবং জাপানের ইয়ামাগাতা ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। এটি তিনটে জাতীয় পুরস্কার জিতেছে, সেরা ছবি, সেরা সম্পাদনা অমিতাভর জন্য এবং সেরা শব্দ।
পুনশ্চ

অমিতাভ তাঁর টিম নিয়ে বিশর ব্লুজ ছবিটি ভ্রাম্যমাণ ফিল্ম প্রজেক্টরের সাহায্যে বাংলার গ্রামে গ্রামে দেখিয়েছিলেন যেখানে ছবিটি তোলা হয়েছিল। 

ফটো গ্যালারি