নীলাঞ্জন ভট্টাচার্য কলকাতার একজন স্বাধীন চিত্রনির্মাতা, শিল্পী, লেখক এবং সৃজন উপদেষ্টা; বর্তমানে কলকাতা ও লেইপজিগে থাকেন। চিত্রনির্মাণ বা অন্যান্য শিল্পকলায় তাঁর কোনও প্রথাগত শিক্ষা নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ থেকে স্নাতক হওয়ার পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগদান করেন। প্রখ্যাত পরিচালক তপন সিংহের সঙ্গে পাঁচ বছর কাজ করেছেন, বানিয়েছেন একাধিক...
ভিডিয়ো শিল্প বিষয়ে খ্যাতনামা জার্মান শিল্পী মারসেল ওডেনবাখ-এর একটি কর্মশালা পরিকল্পনা ও সঞ্চালনা করেন নীলাঞ্জন। ২০১৩ বার্লিনালে-তে প্রদর্শিত সৌরভ ষড়ঙ্গীর চর… দ্য নো ম্যান্স আইল্যান্ড ছবিতে উপদেষ্টা ছিলেন তিনি। রুচির জোশীর মাই রিও মাই টোকিও নামে কলকাতা বিষয়ক তথ্যচিত্রটিতে সৃজনশীল উপদেষ্টা ছিলেন। কলকাতার ইন্টারপ্রিটেটিভ ইন্টার্যাক্টিভ আর্কাইভ-এর পাইলট প্রকল্পটির ডিরেক্টর ছিলেন। সৃজনশীল উপদেষ্টা হিসেবেই কলকাতার ইন্দো-ইউরোপিয়ান আর্ট রেসিডেন্সির প্রথম অনলাইন সংস্করণটি (২০২১) তৈরি করেছেন নীলাঞ্জন।বর্তমানে নীলাঞ্জন পরিগমন বিষয়ে বিয়ন্ড মাইগ্রেশন নামে একটি আন্তর্জাতিক শিল্প প্রকল্পে কাজ করছেন স্বাধীন কিউরেটর হিসেবে (জেয়র্ন শাফাফ ও আরানে বেইন-এর সঙ্গে)। পাশাপাশি কাজ চলছে তাঁর উড়িষ্যার নিজস্ব খাদ্য সংস্কৃতি, জনগোষ্ঠী-উদ্ভূত জ্ঞান ও অনাহারের সমস্যা নিয়ে তাঁর নতুন ছবি দ্য ব্যাটল অফ টুইন্স নিয়েও।
Research by: Geety Sahgal