স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক, পরে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া থেকে সিনেমা শিল্পে সম্পাদনার বিশেষ পত্র নিয়ে ডিপ্লোমা করেন নীলোৎপল মজুমদার। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে সম্পাদনার বিভাগীয় প্রধান ছিলেন দীর্ঘদিন; উক্ত প্রতিষ্ঠানের ডিন পদেও থেকেছেন। বর্তমানে ইম্ফলের মণিপুর স্টেট ফিল্ম অ্যান্ড টেলি...
নীলোৎপল মজুমদার ডকএজ কলকাতা (DocedgeKolkata, Asian Forum for Documentary) প্রকল্পটির প্রতিষ্ঠাতা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্যচিত্র নির্মাণের অনুশীলন এবং যৌথ প্রযোজনার জন্য একটি অনন্যসাধারণ মঞ্চ তৈরি করেছেন তিনি, যেখানে সারা বিশ্ব থেকে নতুন প্রতিভাবান তথ্যচিত্র নির্মাতা, প্রযোজক, এবং সেলস এজেন্টরা নিজেদের ভাবনা 'পিচ' করতে ও শুনতে আসেন। ভারতীয় তথা এশীয় নির্মাতাদের জন্য এটি একটি বার্ষিক আন্তর্জাতিক সৃজন-তথা-প্রস্তাবনার (incubation-cum-pitching) ফোরাম। নির্মাতাদের সৃজনশীলভাবে গল্প বলার দক্ষতার পূর্ণাঙ্গ বিকাশ এবং যৌথ প্রযোজনার সুযোগ তৈরি করা এই ফোরামের লক্ষ্য। এই ফোরামে নতুন প্রতিভার খোঁজ যেমন থাকে, তেমনই থাকে অভিজ্ঞ চিত্রনির্মাতাদের পরামর্শ ও অন্তর্দেশীয় সহযোগিতার নতুন ও মৌলিক ভাবনাচিন্তাকে বাস্তবায়িত করার প্রয়াস। থাকে সর্বাঙ্গীণ মেন্টরিং সেশন, যেখানে ন্যারেটিভ ও ভিজুয়াল ল্যাব-এর পরিকাঠামোয় নতুন প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ। ল্যাব-এর শেষে থাকে পিচ বা প্রস্তাবনা তৈরির প্রশিক্ষণ, এবং নানা ইন্ডাস্ট্রি পার্টনার তথা সম্ভাব্য সহযোগী, যেমন সিনেমাশিল্পের বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় সম্প্রচারক, প্রযোজক এবং ডিস্ট্রিবিউটরদের সামনে একক মিটিং-এ অথবা সার্বিকভাবে নিজের নতুন প্রকল্প পেশ করার সুযোগ।