তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

মঞ্জীরা দত্ত (১৯৪৯-২০১৯)

মঞ্জীরা দত্ত
(১৯৪৯-২০১৯)

লকাতায় জন্ম হলেও বিবিধ পুরস্কারজয়ী পরিচালক মঞ্জিরা দত্তের কর্মজীবন কেটেছে নয়াদিল্লিতে। পরিবার-পরিজনের কাছে তৃপ্তি নামেই অধিক পরিচিত, হাইকোর্টের বিচারপতির সন্তান মঞ্জিরা বড় হয়েছিলেন ষাটের দশকের কলকাতায়। পাঁচ ভাইবোনের চতুর্থ সন্তান, পড়াশোনা করেন বাণিজ্য নিয়ে, পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে স্কটল্যান্ড যান। ব্রিটেনে প্রায় সাড়ে সাত বছর কাট...

ডিপ ফোকাস

    • রাস্তে বন্ধ হ্যায় সব – অল রোডস্‌ ক্লোজড্‌
    ৫৫ মিনিটের ছবিটি দুই ভাগে বিভক্ত একটি আলোচনামূলক দৃশ্যায়ন, যার বিষয়বস্তু হল উত্তরাখণ্ডের এক প্রত্যন্ত জনগোষ্ঠীতে জাতপাত এবং লিঙ্গের ভিত্তিতে ঘটে চলা নৃশংস, রীতিমাফিক বঞ্চনার কাহিনি। হিমালয়ের গাড়ো...

চিত্রপঞ্জী
    • রাস্তে বন্ধ হ্যায় সব – অল রোডস্‌ ক্লোজড্‌ (১৯৮৫) 
    • দ্য স্যাক্রিফাইস অফ বাবুলাল ভুঁইয়া (১৯৮৮)
    •  রিংমাস্টারস্‌ (১৯৯০) 
    • দ্য ডাবল হেডেড বয় অফ গুরগাঁও (অসমাপ্ত)
    • ডেমোক্রেসি ইন ক্রাইসিস? (১৯৯১) 
    • পোর্ট্রেটস অফ আ ড্রিম শো (১৯৯১)
    • সিডস্‌ অফ প্লেন্টি, সিডস্‌ অফ সরো (১৯৯২)
    • এক অউর নগমা (১৯৯৩)
    • পাওয়ার অফ পার্টনারশিপ (১৯৯৩)
    • রিলেশনশিপ (১৯৯৫)
    • দ্য প্রেফারড্‌ সেক্স (১৯৯৫)
    • বি কে এস আয়েঙ্গার: স্কাল্পটিং হিউম্যানকাইন্ড (১৯৯৯)
    • বি কে এস আয়েঙ্গার – লাইট অফ আয়েঙ্গার যোগা (১৯৯৯)
    • বি কে এস আয়েঙ্গার – অ্যান ইন্টারভিউ উইথ গুরুজি (১৯৯৯)
    • প্রেজেন্ট টাইমস (১৯৯৯)
    • লাইফ অফ দ্য ল (২০০৪)
পুরস্কার
    ১৯৮৭ সালের ভারতের ৩৫তম জাতীয় পুরস্কারে রাস্তে বন্ধ হ্যায় সব শ্রেষ্ঠ ভারতীয় সিনেমা বিভাগে সেরা নৃতত্ত্ব/জাতিতত্ত্ব বিষয়ক ছবির পুরস্কার পায়। মঞ্জিরাকে রজত কমল পদকে ভূষিত করার কারণ হিসেবে বলা হয়েছিল, “জাতপাতের মতো এক প্রাচীন সমস্যাকে উপস্থাপনা করা হয়েছে অনবদ্য সিনেমাটিক শৈলীতে, মানুষের প্রতি মানুষের নৃশংসতা ও বর্তমান সময়ে তার প্রভাবের কেন্দ্রীয় বিষয়টির তাৎপর্যকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ না করেই।”
ফটো গ্যালারি